FBCCI

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দেশের সব ব্যবসায়ীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ব্যবসায়ীদের পতাকা হাতে ওইদিন রাজপথে নেমে আসতে হবে৷

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় এফবিসিসিআই কনফারেন্স রুমে হরতাল-অবরোধের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন৷

আমরা ব্যবসা করতে চাই, আগুনে পুড়ে মরতে চাই না উল্লেখ করে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি ( রোববার) দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা যে যেখানে আছেন, সেখান থেকেই কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসবেন৷ সুযোগ পেলে দুই নেত্রীর সঙ্গে দেখা করে সংলাপের কথা বলব৷ সরকারকে বলব, প্রয়োজনে আইন করে হরতাল অবরোধ বন্ধ করুন৷এসময় বিভিন্ন জেলা পর্যায় থেকে আসা এফবিসিসিআই’র প্রতিনিধিরা কর্মসূচি সফল করার আশ্বাস দেন৷

এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মিসেস মোনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ বিজিএমইএ ও সব ব্যবসায়িক সংগঠনের ডতিনিধিরা সমাবেশে অংশ নেন৷ বক্তারা বলেন, আমরা শান্তিতে ব্যবসা করতে চাই৷ হরতাল অবরোধে প্রতিনিয়ত আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, সরকার থেকে তার ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানাচ্ছি৷

হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে মারা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে এবং এসব বন্ধের দাবিতে আগামী রোববার জাতীয় পতাকা হাতে রাস্তায় নামবেন সারা দেশের ব্যবসায়ীরা৷ ওইদিন দুপুর ১২টা থেকে ১৫ মিনিটের জন্য সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধও রাখবেন তারা৷

এসবের মাধ্যমে ব্যবসায়ীরা মূলত রাজনীতিকদের কাছে এই বার্তায় পৌঁছে দিতে চান যে, তারা ঐক্যবদ্ধ৷বৃহস্পতিবার দুপুরে এফবিসিসিআই আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিকভাবে কর্মসূচির এমন চিত্রই উঠে আসে৷ ওই দিনের কর্মসূচি সফল করার জন্যই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়৷

রোববারের কর্মসূচিতে ব্যবসায়ীদের স্লোগান হবে- সবার ওপরে দেশ৷ দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও, হরতাল অবরোধ আইন করে বন্ধ করো৷এরআগে ২০১৩ সালেও যখন দেশজুড়ে একই রকম সহিংসতা ছড়িয়ে পড়েছিল তখনও ব্যবসায়ীরা শান্তি প্রতিষ্ঠার দাবিতে সাদা পতাকা হাতে রাস্তায় নেমেছিলেন৷

সভায় বাংলাদেশ লজেন্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান বাদশাসহ বেশ কিছু ব্যবসায়ী নেতা বলেন, আমাদের টাকায় দেশ চলে, দেশের রাজনীতিবিদরা চলেন৷ তারা যদি এ ধরনের ধংসাত্মক কার্যক্রম চালান তবে ব্যবসায়ীরা আরো কঠোর হবেন৷ প্রয়োজনে কর দেয়া বন্ধ করে দেয়া হবে৷

তারা বলেন, আমরা দল বুঝি না৷ আমরা ব্যবসা বুঝি৷ এখনো পর্যন্ত ৩১ দিনের হরতাল-অবরোধে আমাদের ৭০-৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে৷ ব্যবসা-বাণিজ্যে এমন অবস্থা হয়েছে, আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না, ব্যাংকের সুদ দিতে পারছি না৷ তাই যত দ্রুত সম্ভব আমরা চাই আপনারা রাজনীতিবিদরা কী করবেন করেন৷ কিন্তু আমরা ব্যবসায়ীরা, সাধারণ মানুষ যাতে কোনভাবেই এর বলি না হই সে জন্য যা করার করতে হবে৷

আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলেন, এর জন্য আমরা খালেদা বা এরশাদ কারো কাছেই যাবো না৷ ক্ষমতায় যিনি আছেন তার কাছেই আমরা যাবো৷ কারণ, আমাদের রক্ষা করার দায়িত্ব সরকারের৷এ বিষয়ে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, আমরা ধ্বংস চাই না৷ আমরা সহযোগিতা চাই৷ এমন আইন করা হোক যাতে করে হরতাল অবরোধ বন্ধ হয়ে যায়৷ আর রোববার আমরা সব রাজনীতিবিদদের ১৫ মিনিটে এটা জানাতে চাই আমরা কতটা একত্রিত৷