dcci-thai-delegation_10716

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: বাংলাদেশে থাইল্যান্ড ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে৷ বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি বাই এঙ্য়িালি ওরিয়েন্টেড পোলিপ্রোপিলেন ফ্যাক্টরি স্থাপনে এই অর্থ ব্যয় করা হবে৷ বৃহস্পতিবার পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়৷

খবরে বলা হয়, বৃহস্পতিবার ব্যাংককে এ সংক্রানত্ম একটি সমঝোতা স্মারক স্বাৰর হয়৷ এতে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোসত্মফা কামাল এবং থাইল্যান্ডের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ পিএম গ্রুপের প্রধান নির্বাহী চ্যালারমচাই মহাগিতসিরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাৰর করেন৷থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

বাংলাদেশের রাষ্ট্রদূত তাসনীম ব্যাংকক দূতাবাসে যোগদান করার পর থেকে দেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে নানামুখি উদ্যোগ নেন৷ তিনি থাইল্যান্ডের থাই-বিনিয়োগ বোর্ড, থাই বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে পৃথক বৈঠক করেন৷

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত ডিসেম্বর মাসে থাইল্যান্ডের পিএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান থাই ফিল্ম উন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে৷ এ সময় বাংলাদেশের ব্যবসায়ী কোম্পানি মেঘনা গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারিত্বে বিনিয়োগ করার বিষয়টি চূড়ানত্ম করা হয়৷