স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম-1

দৈনিকবার্তা- কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম এমপি বলেছেন, খালেদা জিয়া স্বেচ্ছায় বন্দি থেকে সহিংস আন্দোলন করছেন৷ তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের আশ্রয় প্রশয় দিয়েছেন৷ তিনি বলেন, এতদসত্ত্বেও প্রধানমন্ত্রী সব কিছু ভুলে খালেদার ছেলের মৃতু্যতে শোক জানাতে গিয়েছিলেন৷ কিন্তু খালেদার দরজা খোলা হয়নি৷ প্রধানমন্ত্রী ১০ মিনিট দাঁড়িয়েছিলেন৷ খালেদার এটা কি ধরনের শিষ্টাচার৷
শনিবার বিকেল সোয়া ৩টায় কুমিল্লা সার্কিট হাউজে প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷ এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়৷ সভায় মন্ত্রী বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে সংলাপের কথা বলেছিলেন৷ কিন্তু খালেদা জিয়া তাতে রাজি হননি৷ মানুষ হত্যাকারীদের সঙ্গে কিসের সংলাপ? তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না৷২০১৯ সালের আগে কোনো সংসদ নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন মো. নাসিম৷তিনি বলেন, দেশে কোনো অবরোধ-হরতাল নেই৷ এটা কোনো আন্দোলন না৷ মানুষ এসব পালন করে না৷ বিগত এক মাস ধরে খালেদা জিয়া অবরোধ-হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছেন৷
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন-সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মইন উদ্দিন বাদল এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রমুখ৷