সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ

দৈনিকবার্তা- ঢাকা, ৭ ফেব্রুয়ারি: সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ নিঃসন্দেহে তারকা ফুটবলার৷ গতি সম্পন্ন ফরোয়ার্ড হিসাবে ইউরোপিয়ান ফুটবলে তার খ্যাতি বেশ ভালোই৷ তাই বলে বর্তমান সময়ের অন্যতম দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও তিনি ভালো ফুটবলার, এমন যুক্তিতে অনেকের দ্বিমত থাকতে পারে৷ তবে কে কি বলল, তা ভাবছেন না ইব্রাহিমোভিচের এজেন্ট রেইওলো৷ তার মতে, মেসি- রোনালদোর চেয়ে অনেক ভালো খেলোয়াড় ইব্রাই৷
জাতীয় দল সুইডেনের হয়ে ইব্রা বেশ কার্যকরী স্ট্রাইকার৷ বর্তমানে তার ক্লাব ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই৷ যেখানে গত দুই মৌসুমে দলকে লিগ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইব্রা৷ তবে এই লম্বাকৃতির স্ট্রাইকারের গুণ আরেক জায়গায়৷ তিনি যেকটি ক্লাবে খেলেছেন, প্রত্যেকটির হয়ে লিগ শিরোপা জেতার রেকর্ড আছে তার,যা একপ্রকার রেকর্ডই৷এর আগে ইব্রা খেলেছেন বার্সেলোনা, আয়াঙ্, জুভেন্টাস ও এসি মিলানে৷
ফ্রেঞ্চ মিডিয়ার সামনে রেইওলো বলেছেন, একজন জ্লাতান সব সময়ই নতুন৷ কখনো শেষ হবেন না তিনি৷ দম নিয়ে পরে বলেছেন, সে মেসি ও রোনালদোর চেয়েও কার্যকরী ও শক্তিশালী৷ ২০১৬ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে তার চুক্তি আছে৷ তার ভবিষ্যত নিয়ে আমি কথা বলব না৷ সে চুক্তিকে খুব সম্মান করেন৷