image_180685.chin sommelon kendra

দৈনিকবার্তা-ঢাকা, ৮ ফেব্রুয়ারি: সৌদি আরবে যেতে ইচ্ছুক বাংলাদেশী কর্মীদের (পুরুষ ও নারী) নাম নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে সোমবার থেকে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন করেছে জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ডিজিটাল ওয়ার্ল্ড মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ নম্বর প্যাভিলিয়নে দুইশ’ টাকায় নাম নিবন্ধন করা যাবে। এ ছাড়া রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন এবং দেশের সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এই নিবন্ধন প্রক্রিয়া চলবে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া জনশক্তি রফতানী ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পক্ষে জাতীয় দৈনিক এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

দীর্ঘ প্রায় ৭ বছর বন্ধ থাকার পর রবিবার সৌদি আরবে বাংলাদেশী কর্মী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। এর ফলে মধ্যপ্রাচ্যের এ দেশে আবারও বাংলাদেশী কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।বিএমইটির পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) নুরুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সৌদি আরব যেতে ইচ্ছুক যে কোনো পুরুষ ও নারী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে নিজের নাম নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা নিজ নিজ জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিজের নাম নিবন্ধন করা যাবে।

শুধু সৌদি আরব নয়, ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে অন্য যোকোনো দেশে যেতে আগ্রহীরাও নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ ছাড়া হংকং, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে গৃহশ্রমিক (হাউজ কিপিং) পেশায় কাজ করতে আগ্রহী নারীরা নিজেদের নাম নিবন্ধন করাতে পারবেন। এই তালিকা যোগ হবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত তালিকার সঙ্গে।পুরুষ শ্রমিকের ক্ষেত্রে নিবন্ধনের বয়সসীমা ১৮-৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নিবন্ধনের জন্য নারীদের বয়সসীমা ২৫-৪৫ বছর। নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে।