index

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ফেব্রুয়ারি: গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সঙ্কটের কারণে সৃষ্ট পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে অবৈধ ক্ষমতাসীনদেরই নিতে হবে৷ ভুয়া নির্বাচনের মাধ্যমে জবরদস্তি ক্ষমতায় থাকার স্বপ্নসাধ গণআন্দোলনে ধূলিস্যাত্‍ হয়ে যাবে বলেও হুঁশিয়ার করেছেন আত্মগোপনে থাকা এই বিএনপি নেতা৷

সোমবার ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরো বলা হয়েছে, বুদ্ধিবৃত্তিক আলস্য বা প্রতিবন্ধিত্বের কারণে আওয়ামী নেত্রীর নিজের সৃষ্ট রাজনৈতিক সঙ্কটকে আইন-শৃঙ্খলা সমস্যা হিসাবে আখ্যায়িত করাকে জাতি প্রধানমন্ত্রীর মানসিক বৈকল্য ছাড়া আর কিছুই মনে করে না৷ তিনি ইদানিং প্রায়শই বলে থাকেন যে, জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করার দরকার তিনি তাই করবেন৷ সমগ্র জাতি আজ আপনার ও আপনার সরকারের পদত্যাগ চায়, আপনি দয়া করে এই কাজটি করলেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বলে গোটাজাতি মনে করে৷’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, দানবের কাছে জাতি মানবীয় শবক শুনতে চায় না৷বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান সম্পর্কে সালাহ উদ্দিন বিবৃতিতে বলেছেন, শেখ হাসিনার গণতন্ত্রে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের ফুটপাথেও বসার অধিকার নেই, ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে দলননীতি অবলম্বন করাই আওয়ামী রাজনীতির রোডম্যাপ৷

বিবৃতিতে আরো বলা হয়েছে,’জাতির বরেণ্য এবং জৈষ্ঠ্য নাগরিকদের উপর্যপুরী অবজ্ঞা ও অপমান করেছে আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনা৷ নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসকে অসম্মান ও অপদস্থ করে বিশ্বের দরবারে দেশকে অপমানিত করা হয়েছে৷ঢাকা বি্শ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিনের বাসায় দুবর্ৃত্তদের গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে ওই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান সালাহ উদ্দিন৷

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা বারবারই বলে আসছি যে, সরকার পেট্রোলবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে সরকারবিরোধী গণআন্দোলনকে কলুষিত করে বিরোধী দলীয় আন্দোলনকারী নেতা-কর্মীদের ওপর এর দায় চাপিয়ে আন্দোলনকে নস্যাত্‍ করতে চায়৷ সরকার পরিচালিত ও প্রযোজিত একই রকম নাটকের অংশ হিসেবে গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার যুবলীগের কার্যালয় থেকে বিপুল পরিমান পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে যার সচিত্র প্রতিবেদন আজ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ অথচ সরকারদলীয় কাউকেই গ্রেপ্তার করা হয়নি৷ সুতরাং জাতির কাছে এটা পরিষ্কার যে, এ সমস্ত নাশকতার সাথে কারা জড়িত৷

প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় দলবাজ কর্মকর্তার নৃশংসতায় আন্দোলনকারী নেতা-কর্মীদের লাশের স্তুপ উঁচু হচ্ছে; গুম-খুন-অপহরণ, গণগ্রেপ্তারে সারাদেশের অবস্থা বিস্ফোরণউন্মুখ৷ আমি এখনও দলবাজ সেইসব কর্মকর্তাদের আহ্বান জানাই- অবৈধ সরকারকে টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করবেন না৷ অবৈধ সরকারি আদেশ আপনারা মানতে বাধ্য নন৷ জনগণের বিপক্ষ শক্তি হিসেবে নিজেদের দাঁড় করাবেন না৷ বিজাতীয় শত্রুর ভূমিকায় অবতীর্ণ হবেন না৷