2_187215

দৈনিকবার্তা-ঢাকা, ২১ মার্চ: জার্মানীর হ্যানোভারে ১৪ থেকে ১৮ মার্চ পর্যনত্ম অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম সিইবিআইটি (সিবিট) তথ্যপ্রযুক্তি মেলায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অংশগ্রহণ করেছে৷ ডিসিসিআই’র পক্ষে এর পরিচালক মোক্তার হোসেন চৌধুরী ও আইটি স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সৈয়দ আলমাস কবির এ মেলায় অংশগ্রহণ করেন৷ জার্মানীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী সরকার এ সময় উপস্থিত ছিলেন৷

৭০টি দেশের প্রায় ৩৩০০টি তথ্যপ্রযুক্তি খাতের ব্যাবসা প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করে৷ এ মেলায় সমাজের সর্বসত্মরে ও বিশ্বঅর্থনীতিতে দ্রম্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের পরিমান বৃদ্ধির উপর গুরম্নত্ব দেয়া হয়েছে৷ মেলায় বিভিন্ন সেমিনারে বক্তারা তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসার ক্ষেত্রে ক্ষদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় বলে মনত্মব্য করেন৷ বক্তারা আরও বলেন, ডিজিটাইজেশনের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নীতিনির্ধারকদের ব্যবসা বাণিজ্যের জন্য আদর্শ পরিবেশ তৈরীতে এগিয়ে আসতে হবে যাতে করে নতুন নতুন সম্ভাবনাময় উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী শক্তি নিয়ে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসতে পারে৷