bazeT_sangbad24

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: আগামী ২০১৫-১৬ অর্থবছরের জন্য খাতভিত্তিক প্রাক বাজেট আলোচনা শুরু হচ্ছে পহেলা এপ্রিল থেকে৷খাতভিত্তিক এ আলোচনা চলবে পুরো এপ্রিল জুড়ে৷ এর পর ব্যবসায়ীদের শীর্ষ এফবিসিসিআইসহ বৃহত্‍ ব্যবসায়ী সংগঠনের সাথেও আলোচনা করবে৷ ইতিমধ্যে খাতভিত্তিক আলোচনার জন্য তালিকা তৈরি করেছে বাজেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজস্ব বোর্ড (এনবিআর)৷ তালিকা অনুযায়ী পহেলা এপ্রিল বুধবার সেবা খাতের ৩৮টি সংগঠনের সাথে বৈঠক করা হবে৷ হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ ও বিবিধ সেবা, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন, ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টার রয়েছে এ তালিকায়৷

 ২ এপ্রিল নির্মাণ ও অন্যান্য শিল্প এবং ব্যবসা খাতের ৫৫টি সংগঠন ; ৫ এপ্রিল সিলেট চেম্বারসহ ১৫টি বিভাগীয় প্রধান চেম্বার; ৭ এপ্রিল সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) এবং বিকেল ৩টায় ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি), বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বারসহ (বিআইসিসিআই) অন্যান্য চেম্বার; ৮ এপ্রিল রপ্তানিমুখী শিল্পগুলোর সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারকদের সংগঠন এবং বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাতের সাথে আলোচনা করা হবে৷ আগামী জুলাইয়ে অর্থবছর শুরুর আগে জুনের শুরুতে সংসদে নতুব বাজেট পেশ করা হবে৷ চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার ঠিক করা হয়েছিল ২ লাখ ৫০ হাজার ৫১৬ কোটি টাকা৷ এতে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকার রাজস্বে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা৷ তবে রাজনৈতিক অস্থিরতায় রাজস্বের এ লক্ষ্যমাত্রা হুমকির মুখে পড়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে৷