1425734909_0

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: এসএসসি ও সমমানের ৮ মার্চের স্থগিতকৃত পরীক্ষা শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যনত্ম অনুষ্ঠিত হবে৷ আর ২৮ মার্চ, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যনত্ম গ্রহণ করা হবে ১০ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমানের পরীক্ষা৷ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ কথা জানান৷ তিনি বলেন, সঙ্গীত ও বেসিক ট্রেডসহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মার্চ, রোববার থেকে ২ এপ্রিল,বৃহস্পতিবারের মধ্যে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে৷টানা অবরোধের মাঝে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল৷