Fire-1427340840

দৈনিকবার্তা-গাজীপুর, ২৬ মার্চ:গাজীপুর সিটি করপোরেশনের ভীমবাজার (বাহাদুরপুর) এলাকায় কেমট্রেঙ্ লিমিটেড নামের কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে৷বুধবার গভীররাতে এ ঘটনা ঘটেছে৷ আগুনে কারখানার মেশিন ও বিপুল পরিমাণ রাসায়নিকসহ বিভিন্ন মালমাল পুড়ে গেছে৷জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট টওায় সাড়ে তিনঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷ তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপ-পরিদর্শক মো. জোবায়দুল ইসলাম জানান, রাত ১টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়৷ মুহূর্তে মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং টিনশেড ভবনের পুরো কারখানায় ছড়িয়ে পড়ে৷ আগুনে কারখানায় থাকা মেশিন ও বিপুল পরিমাণ রাসায়নিকসহ বিভিন্ন মালমাল পুড়ে গেছে৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ৷এ কারখানায় এক ধরণের রাসায়নিক পদার্থ থেকে বিভিন্ন টেঙ্টাইল কারখানার মেশিন ও সূতা পরিষ্কার করার একধরণের দানা তৈরি করা হয়৷

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শহীন আলম জানান, আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি৷ প্রায় সাড়ে তিনঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন নেভানো হয়৷ তবে কেউ হতাহত হননি৷অপরদিকে রাত সাড়ে নয়টার দিকে তুরাগ তীরে কড্ডা এলাকায় বিভিন্ন মেশিনপত্রের প্যাকিংয়ের পরিত্যাক্ত কাঠ ও মালামালে হঠাত্ আগুন লাগে৷ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) কুইক রেন্টাল বিদু্যত্ কেন্দ্রের চত্বরে এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শাহীন আলম৷খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি৷ ফার্নেস ওয়েল দ্বারা ৫১ মেগাওয়াট বিদু্যত্ উত্পাদনে সক্ষম এ বিদু্যত্ কেন্দ্রটি দুই বছর আগে উত্পাদনে আসে৷