LALMONIRHAT (2)

দৈনিকবার্তা-লালমনিরহাট, ২৬ মার্চ: মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া নিয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের হাতে মারধোরের শিকার হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীসহ দুই কলেজ শিক্ষক৷ এ ঘটনায় বুড়িমারী ও পাটগ্রাম এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে বৃহস্পতিবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে৷জানা গেছে, নবনির্মিত মুক্তিযুদ্ধের ৬নং সেক্টর হেড কোয়ার্টার স্মৃতিস্তম্ভে বুধবার দিবাগত স্বাধীনতা দিবসের সূচনালগ্নে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পাঘর্্য শ্রদ্ধাঞ্জলি দিয়ে পাটগ্রাম ফেরার পথে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর জাতীয় মহাসড়কের প্রথম বাঁশকল এলাকায় বিএনপি-জামায়াত কর্মীদের হামলার শিকার হন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা৷ উত্তেজনার কারণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

আহতরা হলেন পাটগ্রাম পৌর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, আর্দশ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহজাদা আশরাফুল জুয়েল, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেল খন্দকার,স্বেচ্ছাসেবকলীগ নেতা আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর ওয়াহেদুজ্জামান রনি, একই কলেজের প্রভাষক বিপ্লব বিকাশ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে আসাদুজ্জামান ফরিদ, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যানের ছেলে পাটগ্রাম পৌরসভার কার্য সহকারী সাফিউল ইসলাম সুমনকে বেদম মারপিট বুড়িমারী ইউনিয়ন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা৷ এ সময় দুইটি অটো, আদর্শ ডিগ্রি কলেজের ভাড়ায় চালিত ১টি মাইক্রোবাস ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলের ১টি মোটরসাইকেল ভেঙে দেয় সন্ত্রাসীরা৷পাটগ্রাম থানার ওসি(তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, স্বাধীনতা দিবসের কর্মসূচি শেষে বুড়িমারীতে হামলা ও গাড়ি ভাংচুর ঘটনায় মামলা করা হবে৷