দৈনিকবার্তা_DoinikBarta_Gazipur-(2)- 31 March 2015-Three Murder With Mother and Daughter-2

দৈনিকবার্তা-গাজীপুর, ৩১ মার্চ: গাজীপুরে পৃথক দু’টি ঘটনায় ঘুমনত্ম বৃদ্ধা মা ও তার মেয়েসহ তিন মহিলাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা৷ জেলার কাপাসিয়া ও কালিগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে৷  পুলিশ ও এলাকাবাসি জানায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাবুর এলাকায় অসুস্থ্য বৃদ্ধা মা সূর্যি বেগম (৭৫) ও তার মেয়ে স্বামী পরিত্যাক্তা মাবিয়া বেগম (৫৫) সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলো৷ গভীর রাতের কোন এক সময় কে বা কারা তাঁদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করে এবং ঘরে থাকা একটি ট্রাঙ্কের তালা ভেঙ্গে ৪/৫হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে গেছে৷ পরদিন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে সূর্যি বেগমের পূত্রবধূ তাদের ডেকে তুলতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পায়৷ পওে সে ঘরের ভিতরে ঢুকে রক্তাক্ত ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় সূর্যি বেগম ও তার মেয়ে মাবিয়া বেগমের লাশ দেখতে পেয়ে ডাকচিত্‍কার দিলে এলাকাবাসি এগিয়ে আসে৷ খবর পেয়ে মঙ্গলবার সকালে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷ কারা কেন এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি৷ এঘটনায় বিকাল পর্যনত্ম কাউকে আটক করা সম্ভব হয়নি৷

গাজীপুরের পুলিশ সুপার মো: হারম্নন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মাদকাসক্তরা টাকার জন্য এঘটনা ঘটিয়ে থাকতে পারে৷ তবে শীঘ্রই দায়ীদের খুঁজে বের করা হবে৷ কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আজগর হোসেন খান এঘটনা নৃশংস উলেস্নখ করে ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাসত্মি দাবী করেছেন৷ তিনি নিরীহ ওই দু’মহিলার হত্যাকান্ডকে নজির বিহীন বলে উলেস্নখ করেছেন৷

এদিকে, জেলার কালিগঞ্জ উপজেলার সাওরাইদ এলাকায় মঙ্গলবার ছিনতাইকারীরা এক গৃহবধূকে খুন করেছে৷ কালিগঞ্জ থানার ওসি মোসত্মাফিজুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সাওরাইদ গ্রামের প্রবাসী শাহাবুদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৪০) বাড়ির পাশে কাজ করছিল৷ এসময় এলাকার চিহ্নিত ছিনতাইকারী নুরে আলম (২৫) ওই গৃহবধূর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে মিনারা বেগম ডাকচিত্‍কার দেয়৷ এসময় নুরে আলম লোহার রড দিয়ে মিনারা বেগমের মাথায় আঘাত করে পালিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই ওই মহিলা মারা যায়৷ খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷