দৈনিকবার্তা_DoinikBarta_

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মার্চ: দশ ইঞ্চির চেয়ে কম দৈর্ঘ্য বিশিষ্ট ইলিশ মাছ রক্ষার লক্ষ্যে বুধবরা থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০১৫ শুরু হচ্ছে৷এই সপ্তাহ পালনের কর্মসূচি সফল করার লক্ষ্যে সম্প্রতি মত্‍স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়৷এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের শ্লোগান- জাটকা রক্ষা করুন, ইলিশের উত্‍পাদন বৃদ্ধি করুন৷ইলিশ খুবই স্পর্শকাতর ধরনের মাছ৷ নদী ও সাগরের পানির মিলনস্থল তথা মোহনায় এ মাছ সাধারণত ডিম ছাড়ে৷ ডিম থেকে পোনা জন্মের পর, মাছগুলো আবার সমুদ্রের পানিতে ফিরে যায়৷বিভিন্ন সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বের ৬০ শতাংশ ইলিশ মাছ বাংলাদেশে পাওয়া যায়৷

অভ্যনত্মরীণ চাহিদা মিটিয়ে এ মাছ প্রতিবেশী ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করা হয়৷সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পে সরকার ২০১২-১৩ অর্থবছর পর্যনত্ম ২০ হাজার ৭৮৫ জন মত্‍স্যজীবীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে৷ ২০১৩-‘১৪ অর্থবছরে এক কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এক হাজার ১৬৫ জন মত্‍স্যজীবীকে সহায়তা করা হয়েছে৷ অন্যদিকে, ২০১৪-১৫ অর্থবছরে ১০ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার ৫৫৯ জন মত্‍স্যজীবীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে৷বেআইনি জাটকা আহরণ বন্ধের মাধ্যমে সেগুলোকে নির্বিঘ্নে বেড়ে উঠতে দেয়ার লক্ষ্যে সরকার ২০১৩-‘১৪ অর্থবছরে দুই লাখ ২৪ হাজার ১০২টি জেলে পরিবারের জন্য ৩৫ হাজার ৮৫৬ দশমিক ৩২ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করেছে৷জাটকা সংরক্ষণের মৌলিক দর্শন হচ্ছে- ‘আজকের জাটকা, আগামী দিনের ইলিশ’৷উল্লেখ্য, দেশের মোট মত্‍স্য উত্‍পাদনের বড় একটি অংশ হচ্ছে ইলিশ৷ এ খাতে সরাসরি কর্মসংস্থান হচ্ছে সাড়ে তিন লাখ মত্‍স্যজীবীর৷ পরোৰভাবে এর বাইরে মত্‍স্য পরিবহন ও ব্যবসার সাথে জড়িত আরও আড়াই লাখ মানুষ৷বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ৷ এ মাছ ওমেগা-৩’ এর মতো ফ্যাটি এসিডে সমৃদ্ধ৷ যা খুবই পুষ্টিকর৷

বাংলাদেশ সরকারের ‘ইলিশ মাছ ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা’ অনুযায়ী, পদ্মা ও মেঘনা নদীর পাঁচটি এলাকায় অপরিণত ইলিশ মাছ বা এ মাছের পোনা ধরা নিষিদ্ধ৷পাশাপাশি, প্রতি বছরের নভেম্বর থেকে জুন মাস পর্যনত্ম জাটকা আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ৷ অধিকন্তু, প্রতি বছর অক্টোবর মাসেও ১১ দিন এই মাছ ধরা নিষিদ্ধ৷ এছাড়াও মাছ ধরার উপর বিধিনিষেধ থাকাকালে প্রত্যেক মত্‍স্যজীবী পরিবারের জন্য ৪০ কেজি চাল বরাদ্দ করা হয়৷মত্‍স্য অধিদপ্তর দেশের মত্‍স্য সম্পদের উপর অতিরিক্ত চাপ হ্রাসের লৰ্যে মত্‍স্যজীবীদের সহায়তা করার জন্য বিকল্প উপার্জন বর্ধক পরিকল্পনা বাসত্মবায়ন করছে৷মত্‍স্য সম্পদ তথা জীব বৈচিত্র সংরৰণে মত্‍স্যজীবীদের জন্য বিকল্প জীবিকায়নের লৰ্যে গৃহিত সরকারের এ কর্মসূচি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে, লাভ করেছে প্রশংসা৷

মঙ্গলবার মত্‍স্য ও পাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে প্রথম দিন বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, দ্বিতীয় দিন ট্রাকযোগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে জাটকা সংরক্ষণ আইন প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে৷জাটকা সংরক্ষণ সপ্তাহের তৃতীয় দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সন্ধ্যায় ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিওচিত্র দেখানো হবে৷চতুর্থদিন চাঁদপুর অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন, একইদিন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে৷পঞ্চমদিনে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মেঘনা নদীতে নৌ-র্যালি অনুষ্ঠিত হবে৷ষষ্ঠ দিন মত্‍স্য অধিদপ্তরে জাটকা সংরক্ষণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন এবং ইলিশ বিষয়ক কর্মশালা হবে৷ কর্মসূচির সপ্তম দিন ইলিশ গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে৷

এছাড়া কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১৫ এপ্রিল বরিশাল অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং পরদিন বরিশালে নৌ র্যালি হবে৷ইলিশের উত্‍পাদন গত ২০১৩-১৪ অর্থ বছরে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মত্‍স্য উত্‍পাদনের শতকরা ১০ ভাগেরও বেশি ইলিশ৷ জাতীয় আয়ের একভাগ আসে এই মাছ থেকে৷অতিমাত্রায় ডিমওয়ালা ইলিশ ধরা, কারেন্ট জালের ব্যবহার, যন্ত্রচালিত নৌকা ও জাটকা নিধনের কারণে ইলিশের প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে৷বর্তমান সরকার ইলিশের উত্‍পাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ প্রকল্পসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৷

এদিকে, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রায় ৭ হাজার ৫শ’ কিলোগ্রাম (কেজি) জাটকা মাছ আটক এবং ১১ জনকে গ্রেফতার করেছে৷র্যাব-২ এর ডেপুটি কমান্ডার মেজর সালাউদ্দিন মাহমুদ দৈনিকবার্তাকে জানান, র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের পাইকারী মাছবাজার থেকে ৭ হাজার ৫শ’ কিলোগ্রাম জাটকা ইলিশ আটক এবং ১১ ব্যক্তিকে গ্রেফতার করে৷তিনি জানান, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে অভিযান শুরম্ন হয় এবং শেষ হয় সকাল ১০টার দিকে৷ তিনি বলেন, জাটকা ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায়ের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়৷তিনি জানান, আটক জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে৷