দৈনিকবার্তা_DoinikBarta_-Krishna-kaberi-mondol---her-younger-daughter-Adrita--icu-

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মার্চ: পূর্বপরিচিত এক ব্যক্তির হামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক শীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস নিহত হয়েছেন৷ এ ঘটনায় শীতাংশু ও তাঁর দুই মেয়ে শ্রুতি বিশ্বাস (১৪) ও অদ্রিতা বিশ্বাস (৬) আহত হয়েছে৷ সোমবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে এই হামলার ঘটনা ঘটে৷শীতাংশু শেখর বিশ্বাসের ভাতিজা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের চিকিত্‍সা কর্মকর্তা প্রত্যয় বিশ্বাসের ভাষ্য, এ ঘটনায় তুলনামূলকভাবে কম আঘাত পেয়েছে৷ রাজধানীর মোহাম্মদপুরে সোমবার রাতের এ ঘটনায় বিআরটিএর উপপরিচালক সুধাংশু শেখর বিশ্বাস এবং তার দুই মেয়েও আহত হয়েছেন৷হামলায় আঘাত পাওয়ার পর আগুনে দগ্ধ হয়ে চিকিত্‍সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন তার স্ত্রী পিংকি বিশ্বাস (৪৫)৷

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, সোমবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের ৩/১২ নম্বর বাড়িতে সুধাংশুর ফ্ল্যাটে এই হামলা হয়৷পাঁচতলা এই ভবনের দোতালার একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই মেয়ে শ্রুতি (১৫) ও অদ্বিতীয়াকে (০৮) নিয়ে থাকেন সুধাংশু৷সুধাংশুর জন্মদিন ছিল সোমবার, পরিচিত এক যুবক কেক, মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাসায় আসেন৷ কেক টেবিলে সাজিয়ে মোমবাতিও জ্বালানো হয়৷ এরপরে হঠাত্‍ করেই সঙ্গে নিয়ে আসা হাতুড়ি দিয়ে সুধাংশুর মাথায় আঘাত করে ওই যুবক৷

আহতদের বরাত দিয়ে ওসি আজিজুল বলেন, সুধাংশুকে আঘাতের পর তার স্ত্রী ও দুই সন্তান এগিয়ে এলে হাতুড়ি দিয়ে তাদের ওপরও হামলা চালায় ওই যুবক৷ এরপরেই সে পালিয়ে যায়৷হামলার মধ্যে কেকের উপর জ্বলতে থাকা মোমবাতির উপর পড়ে যান পিংকি৷ এতে তার কাপড়ে আগুন ধরে যায়৷ এরপর তিনি আগুন থেকে বাঁচতে পুরো ঘরে ছোটাছুটি করতে থাকেন৷ এক সময় সোফায় বসার চেষ্টা করলে তাতেও আগুন ধরে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে৷এরই মধ্যে সুধাংশু ও তার দুই মেয়ে দৌড়ে পাশের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপ দেয় এবং বাঁচাও, বাঁচাও বলে চিত্‍কার করতে থাকে৷

ওই ফ্ল্যাটের বাসিন্দা প্রকৌশলী সাবের আহমেদ বলেন, চিত্‍কার শুনে তিনি দরজা খুলে দেখেন সুধাংশু ও তার দুই মেয়ে রক্তাক্ত অবস্থায় তার বাসার দরজার সামনে৷ তাদের তাড়াতাড়ি বাসার ভেতরে নিয়ে যান৷এসময় এক মেয়ে তার মাকে বাঁচানোর অনুরোধ করলে তাদের বাসায় গিয়ে দেখা যায়, আগুন জ্বলছে৷ ধোঁয়ায় পুরো ঘর আচ্ছন্ন৷ পরে আমার বাসা থেকে পানি এনে নেভানোর চেষ্টা করা হয় এবং পর্দার পাশে দগ্ধ ও রক্তাক্ত অবস্থায় বৌদিকে (পিংকি বিশ্বাস) পাওয়া যায়৷সাবের বলেন, সুধাংশু ওই অবস্থায় এই ঘটনার জন্য জাকির নামে একজনকে দায়ী করছিলেন৷জাকিরের নাম উল্লেখ করে তিনি বলছিলেন, জাকির এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে৷

ওসি আজিজুল বলেন, সুধাংশু ও তার দুই মেয়ে এবং পাশের ফ্ল্যাটের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে হাজী আহমেদ সিকিউরিটিজ নামের একটি ব্রোকার হাউজের ম্যানেজার জাকির একাই এই ঘটনা ঘটিয়েছে৷রাতেই দগ্ধ ও মাথায় গুরুতর আঘাত পাওয়া পিংকি বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ আর সুধাংশু ও তার দুই মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়৷মঙ্গলবার সকালে পিংকি মারা যান বলে জানান ওসি৷তিনি বলেন, কী কারণে এই হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়৷ জাকিরকে গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে৷