DoinikBarta_দৈনিকবার্তাBCB+Briefing+_040115_0025

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ এপ্রিল: পাকিস্তানের বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে ওপেনার আনামুল হক বিজয়ের পরিবর্তে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন রনি তালুকদার।ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার পেলেন রনি তালুকদার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ডাকা হয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।দলে চমক হিসেবে ঢুকেছেন ৫টি ওয়ানডে খেলা অলরাউন্ডার আবুল হাসান।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ খেলেছেন রনি। প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা এনসিএলে তিনটি শতকসহ ৭০.৬৪ গড়ে ৭৭৭ রান করেন তিনি। দেশের সেরা ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে দুটি শতকসহ সর্বোচ্চ ৭১৪ রান করেন তিনি।বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র নয় রান করা ইমরুল কায়েস বাদ পড়েছেন। আর কাঁধের অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সেরে না ওঠায় দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপ চলার সময় দেশে ফেরত আসতে বাধ্য হওয়া আল-আমিন হোসেনকে দলে রাখা হয়নি। বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন তিনি। ওয়ানডের সেরা ওই টুর্নামেন্টে কোনো ম্যাচ না খেলা শফিউল ইসলামও দলে নেই। হাতে অস্ত্রোপচার হওয়ায় বিবেচনা করা হয়নি এই পেসারকে। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। কন্ডিশন ও প্রতিপক্ষকে বিবেচনায় এনে তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা।

আগেই ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞার কারণে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি। ওই ম্যাচে তার দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ১৭, ১৯ ও ২২ এপ্রিল সিরিজের তিনটি ওয়ানডেই হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।২৪ এপ্রিল শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে ২৮ এপ্রিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।আগামী ১৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল।ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি, রনি তালুকদার ও আবুল হাসান।