thousands-burundians-flee-rwanda-072325578

.দৈনিকবার্তা-ঢাকা, ১৭ এপ্রিল: নির্বাচন পূর্ব সহিংসতার আশঙ্কায় প্রতিদিনিই প্রতিবেশি রুয়ান্ডায় আশ্রয় নিচ্ছে বুরুন্ডির শত শত মানুষ। ইতোমধ্যে প্রায় ছয় হাজার শরণার্থি দেশটিতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থি বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার বার্তা সংস্থা এএফপিতে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানিয়েছে।

আগামি ২৬ জুন বুরুন্ডির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট পিয়েরি এনকুরুনজিজা তৃতীয়বারে মতো এ পদে লড়বেন কিনা তা এখনও জনসমক্ষে প্রকাশ করেননি। তবে তার বিরোধীদের ধারণা এনকুরুনজিজা এবারও নির্বাচনে অংশ নিবেন। আর এর ফলে হুতি ও তুতসি জাতিগোষ্ঠীর মধ্যে সংগঠিত ১২ বছর গৃহযুদ্ধ অবসানে যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘিত হবে। ২০০৫ সালে ওই গৃহযুদ্ধ অবসানের পর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এনকুরুনজিজা ।ইউএনএইচসিআর হুশিয়ারি দিয়ে বলেছে , সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে মারাত্মক রুপ নিতে পারে।

সংস্থাটি জানিয়েছে, সহিংসতার আশঙ্কায় বুরুন্ডির প্রায় ৫ হাজার ৮ শ মানুষ প্রতিবেশি রুয়ান্ডায় আশ্রয় নিয়েছে। প্রতিদিনই শত শত মানুষ সীমান্ত পাড়ি দিচ্ছে। এদের মধ্যে অধিকাংশই শিশু। মঙ্গলবার রুয়ান্ডায় ৮শ শরণার্থি এসে পৌছেছে।রুয়ান্ডায় ইউএনএইচসিআরের প্রতিনিধি সাবের আযম বলেন, আমরা দেখছি সাম্প্রতিক দিনগুলিতে আসার (শরাণার্থিদের)মাত্রা বেশ বেড়েছে, যাদের মধ্যে ৬০ শতাংশিই শিশু।