Election1

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ এপ্রিল: আসন্ন ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২৫ এপ্রিল থেকে ভোটারা এসএমসের মাধ্যমে জানতে পারবেন কোন ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

বৃহস্পতিবার ইসি পরিচালক (গণসংযোগ) এসএম আসাদুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

যেভাবে এসএমএস করবেন
ভোটারদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৭ ডিজিটের হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে পিসি স্পেস এনআইডি নম্বর (PC NID No.) টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোট কেন্দ্রের নাম জানতে পারবেন।

এছাড়া যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের তাদেরকে এসএমএস অপশনে পিসি লিখে স্পেস দিয়ে চার ডিজিটের জন্ম সাল লিখে তারপর ১৩ ডিজিটের এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।

আর যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পাননি, সেক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে পিসি টাইপ করে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে দিন-মাস-বছর ফরমেটে জন্ম তারিখ লিখে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ec.org.bd) অথবা (www.nidw.gov.bd) ভোটারদের এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। প্রয়োজনে ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করে ভোটাররা ভোটকেন্দ্রের নাম জানতে পারবেন।

উল্লেখ, ভোটদানের জন্য জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু আইডি কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন