DoinikBarta_দৈনিকবর্তা 79771

দৈনিকবার্তা-রাজশাহী, ২৬ এপ্রিলঃ বিভিন্ন সামাজিক অপরাধের মূল উৎপাটনের মানি লন্ডারিং ও অন্যান্য অন্যায় কর্মকান্ড প্রতিহত করতে ব্যাংকের শাখা পর্যায়ের নির্বাহীদের এবং অন্যান্য ব্যাংকারদের প্রতি তাদের সর্বোত্তম চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।সীমান্ত ঘেঁষা জেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে অপরাধ-প্রবণ এলাকা হিসেবে অভিহিত করে তারা বলেন, মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদের অর্থায়ন রোধ করতে ব্যাংকারদের আন্তরিকভাবে সজাগ থাকার আহ্বান জানান।রোবাবর রাজশাহী মহানগরীতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক শাখা পর্যায়ের ব্যাংকারদের নিয়ে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তারা এ আহ্বান জানান।এনবিএল’র আঞ্চলিক প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার শেখ আবদুল্লাহ।প্রশিক্ষণ রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এনবিএল’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াহাব।রাজশাহী অঞ্চলের ১৩টি শাখা থেকে ২৯ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।