moulvibazar_52898

দৈনিকবার্তা-মৌলভীবাজার, ২৬ এপ্রিল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চট্রগ্রামের ঐতিহ্যবাহী ফটোগ্রাফি সংগঠন পোট্টেট এর পঞ্চম আলোকচিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।ফটোগ্রাফির মাধ্যমে দেশকে জানা, ফটোগ্রাফিতে দক্ষতা গড়া ও ফটোগ্রাফির মাধ্যমে বাঙলার আবহমান সংস্কৃতি এবং ঐতিহ্যকে লালনের লক্ষ্যে পোট্টেট দীর্ঘ ২৫ বছর ধরে সারাদেশে কাজ করে চলছে। পোট্টেটে এর দীর্ঘ পথ পরিক্রমায় গত শুক্র-শনিবার আয়োজন করাহয় ফটোগ্রাফি উৎসবের। এ উৎসবে সারা দেশ থেকে পোট্টেট এর শতাধিক সদস্য অংশ নেন। উৎসব শেষে শনিবার রাতে দুই দিন ব্যাপী ফটোগ্রাফির জন্য ৩৫জনকে সার্টিফিকেট ও পুরস্কার দেয়া হয়। সার্টিফিকেট বিতরণ ও উৎসবের সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন পোট্টেট এর পরিচালক ফটোগ্রাফ বিশেষজ্ঞ রুপম চক্রবর্ত্তী। এ ছাড়াও অনান্যদের মধ্যে বক্তব্যদেন তাপস কুমার সাহা, হাবিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আমিন রহমান, গোপা পাল, হাবিবুর রহমান চৌধুরী,নোসিমা আক্তার, কাজী আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে পোট্টেট নেতৃবৃন্দ জানান আগামী ২০ মে কক্সবাজারে অনুষ্টিত হবে পোট্টেট এর ২৫ বছর পূর্তি উৎসব।