Gopalganj-Horse-race-photo-01(2)

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২৯ এপ্রিল: গোপালগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মত এ বছর শিতলা পূজা উপলক্ষে সদর উপজেলার সাতপাড় গো-চারন মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা। মঙ্গলবার বিকেলে এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় গোপালগঞ্জ, নড়াইল, সাতক্ষিরাসহ বিভিন্ন জেলা থেকে আসা ৭টি ঘোড়া অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত চলা এ ঘোড় দৌড় দেখতে হাজির হয় হাজার হাজার নারী-পুরুষ। এ প্রতিযোগীতায় সাতক্ষিরার মোতালেব শেখের ঘোড়া প্রথম, নড়াইলের নুর নবী শেখের ঘোড়া দ্বিতীয় ও গোপালগঞ্জের রবিউল মিয়ার ঘোড়া তৃতীয় হয়। প্রতিযাগীতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়। এ প্রতিযোগিতা উপলক্ষে বসে গ্রামীন মেলা। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টি, নানা জাতীয় বাঁশ-বেত ও মাটির তৈরী খেলনার দোকান বসে।