Gazipur-(2)- 05 May 2015-Accident (Train-Microbus)

দৈনিকবার্তা-গাজীপুর, ৫ মে: গাজীপুরে অননুমোদিত রেলক্রসিং পার হওয়ার সময় মঙ্গলবার ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের আরোহী ও পথচারীসহ ৩ জন আহত হয়েছে।

এলাকাবাসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি গাজীপুর মহানগরের ফাওকাল এলাকায় অননুমোদিত রেলক্রসিং (আন ম্যান গেট) পার হওয়ার জন্য একটি মাইক্রোবাস রেললাইনের উপর উঠে পরে। এসময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ওই মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে পাশের একটি ক্ষুদ্র দোকানে ঢুকে পড়ে। এঘটনায় মাইক্রোবাসের চালক ও পথচারী সহ ৩ জন আহত হয়। দূর্ঘটনায় মাইক্রোবাসের ক্ষতি হয়েছে। জয়দেবপুর রেলজংশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল্লাহ জানান, রেল কর্তৃপক্ষের অনুমোদন বিহীন নির্মিত এসব আনম্যান গেটগুলো নিয়ন্ত্রনের দায়িত্ব স্থানীয় সিটি কর্পোরেশনের বা প্রশাসনের। তবে মঙ্গলবারের এ দূর্ঘটনায় ট্রেন চলাচলে বিঘœ হয়নি।