20768_1

দৈনিকবার্তা-ঢাকা, ৭ মে: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন পুরাতন থানা রোডে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গুলি করে ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শিক্ষককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক শীর্ষ নিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।শিক্ষকের আত্মীয় উৎপল জানান, মোহাম্মদপুর পোস্ট অফিস থেকে অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস সাত লাখ ৮০ হাজার টাতা তুলে যাওয়ার সময় রেসিডেন্সিয়াল স্কুল এ- কলেজের পেছনের সড়কে তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকারেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম পাশের সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেকৃবির প্রক্টর অধ্যাপক মিজানুর রহমান।কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক পরিমল কান্তি বিশ্বাসকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রক্টর মিজানুর বলেন, পরিমল কান্তি বিশ্বাস সকাল ১১টার দিকে মোহাম্মদপুরের একটি ব্যাংক থেকে তার ডিপিএসের ৭ লাখ ৭০হাজার টাকা তুলে রিকশায় বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।রিকশাটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম পাশের সড়কে পৌঁছলে একটি মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা পরিমল বিশ্বাসের বাম হাঁটুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর মিজানুর। এ ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ওসি আজিজুল হক বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।