SAM_4421

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৯ মে ২০১৫: ঝিনাইদহে শিক্ষার মান্নোয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বি এম, রেজাউল করিম। মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষন) প্রফেসর মোহাম্মদ শামসুল হুদা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন, ওসমান ভুঁইয়া,ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহিউদ্দিন, ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ প্রফেসর বাদশা আলম,শৈলকুপা সিটি কলেজের অধ্যক্ষ,নুরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ সহ ঝিনাইদহ জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান।