dmp-b20150511181641

দৈনিকবার্তা-ঢাকা, ১১ মে: বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং সোহরাওয়ার্দী উদ্যানের গেটে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে বিগত ১০/০৫/২০১৫ খ্রি. তারিখ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর ঘেরাওয়ের কর্মসূচীতে বাধা প্রদান সংক্রান্তে পুলিশ কর্তৃক গৃহিত পদক্ষেপকে নিয়ে বিরূপ সংবাদ পরিবেশিত হয়। তাই সংশ্লিষ্ট ঘটনায় পুলিশী কার্যক্রম পর্যালোচনায়, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এতগুলো ব্যারিকেড পার হয়ে মিন্টো রোডস্থ র্স্পশকাতর মন্ত্রীপাড়ায় এসে রাস্তায় যানচলাচল বন্ধকরণের পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যগণ ও পুলিশ যানবাহনের উপর হামলার প্রয়াস পেলে সে বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ, উল্লেখিত ঘটনায় রমনা বিভাগ কর্তৃক কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা মূল্যায়ন, পুলিশের উপর হামলার কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা এবং পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে তার প্রেক্ষাপট যাচাইয়ের জন্য নি¤œবর্ণিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হ’ল। সদস্যরা হলেন-১। যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্ট্রিক্স, ফিন্যান্স এ্যান্ড প্রকিউরমেন্ট) – সভাপতি,২। উপ-পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিণ) – সদস্য,৩। আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার – সদস্য। কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।