images

দৈনিকবার্তা-রাজশাহী, ১৬ মে: প্রাক-বাজেট আলোচনা সভায় বক্তারা দেশের সুষম উন্নয়নের জন্য বিদ্যমান আঞ্চলিক বৈষম্য হ্রাস করে সর্বোত্তম বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন।বক্তারা বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে এই অঞ্চলের কৃষি, মানব সম্পদ, রেশম ও কৃষি প্রক্রিয়াকরণের মত সম্ভাব্য ক্ষেত্র সমূহকে যদি অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ বাজেট বরাদ্দের আওতায় আনা যায় তাহলে এ খাতে অনেক অবদান রাখা সম্ভব। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন আর্টস ভবনে ‘উন্নয়নের জন্য আঞ্চলিক অগ্রাধিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন, বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তারেক সাইফুল ইসলাম।বক্তৃতা করেন- বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক ফখরুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমান এবং অধ্যাপক আব্দুল কাইয়ুম প্রমুখ।আলোচনায় বক্তারা এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সফলতার বিকাশে ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিভাগের অধ্যাপক এএনএম নোমান বলেন, শিল্প ও কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই।