KararGar1431861793

দৈনিকবার্তা-নাটোর, ১৭ মে: নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষের মামলায় বাগাতিপাড়া উপজেলার আমির মোস্তাফিজুর রহমানসহ ৮ জামায়াত নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক নাদিরা সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ এপ্রিল বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে আওয়ামী লীগ ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ৪ জন গুলিবিদ্ধ এবং পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন।
ঘটনার পরদিন ৮ এপ্রিল বাগাতিপাড়া থানা আওয়ামী লীগের সেক্রেটারী সেকেন্দার রহমান বাদী হয়ে ৮১ জন জামায়াত নেতা-কর্মীদের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে ৬৫ জন আসামি জামিনে রয়েছেন। মামলার বাকি আসামিদের মধ্যে রোববার দুপুরে বাগাতিপাড়া উপজেলার আমির মোস্তাফিজুর রহমানসহ ৮ জামায়াত নেতা-কর্মী নাটোর আদালতে আত্মসমর্পন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক নাদিরা সুলাতানা জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিদের কোর্ট হাজত থেকে নাটোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।