Camp

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মে: আগামী ৩০ মে ও ২ জুন যথাক্রমে সিঙ্গাপুর ও আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল৷ লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্বের আগে ভালো প্রস্তুতি নেয়া৷ আগামী ১১ জুন কিরঘিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা৷ এ উপলক্ষ্যে আগেই ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷সোমবার থেকে শুরু হয়ে জাতীয় দলের ক্যাম্প৷

দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ না থাকায় ক্যাম্প শুরুর প্রথম দিনে প্রশিক্ষক হিসাবে ছিলেন গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েলচার৷ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাসিক ক্যাম্প শুরুও প্রথম দিনে গোলরক্ষকদের নিয়ে কাজ করেছেন শোয়েচলার৷ আর অন্যান্য খেলোয়াড়রা নিজেদের মতো অনুশীলন করেছেন৷

camp-1

এর আগে সোমবার দুপুর ১২টায় বাফুফে ভবনে আবাসিক ক্যাম্পে অংশ নিতে প্রাথমিক দলের ৩২ সদস্যের মধ্যে ২৮ জন ফুটবলার দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্টিং করেন৷ ব্যক্তিগত ও অসুস্থতার কারণে রিপের্টিংয়ে দলের ৪ জন ফুটবলার উপস্থিত হতে পারেননি৷ তারা হলেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী ও ইয়াসিন খান, মিডফিল্ডার জামাল হোসেন ভুইয়া ও স্ট্রাইকার জাহিদ হোসেন৷পধসঢ়-১আপাতত আবাসিক ক্যাম্পে অংশ নেওয়া খেলোয়াড়রা বাফুফে ভবনেই থাকবেন৷ আগামী ২০ মে প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ক্যাম্পের তত্ত্বাবধান শুরু করবেন৷ ২২ মে দেশে ফেরার কথা রয়েছে সহকারী কোচ সাইফুল বারী টিটুরও৷ এরপর ক্যাম্প পরিচালনায় তিনিও যোগ দেবেন ক্রুইফের সঙ্গে৷

চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগের খেলা শেষ হবে ২২ মে৷ এরপরই হয়তো দলের সদস্যদের নিয়ে ঢাকার বাইরে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে৷ ঢাকার বাইরে ভেন্যু হিসেবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকেই অগ্রাধিকার দিচ্ছে বাফুফে৷ এ ছাড়াও ভেনু্য হিসেবে সিলেট, খুলনা ও দিনাজপুরকে বিবেচনা করা হচ্ছে৷