ju_82433

দৈনিকবার্তা-জাবি, ২৩ মে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্তি্বক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কার্যক্রম বন্ধ রয়েছে৷ তৃতীয়দিনের মতো শনিবার শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করলে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনিক কর্মকর্তারা অফিসে প্রবেশ করতে পারেন নি৷ ফলে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম৷তবে উপাচার্য তার বাসভবনের অফিসে জরুরি কার্যক্রম করছেন বলে জানা গেছে৷

গত ৩০ এপ্রিল পরিবেশ বিজ্ঞান বিভাগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশর্্ববর্তী একটি ভবনের ৩য় তলা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট৷ ইতোমধ্যে তারা ভবনে উঠে শিক্ষা কার্যক্রম চালু করেছেন৷সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ভবনের ১ম থেকে ৩য় তলা পর্যন্ত হস্তান্তরের দাবিতে সব শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূতাত্তি্বক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা৷দুই বিভাগের শিক্ষার্থীরা জানান, ভবনের ১ম থেকে ৩য় তলা ভূতাত্তি্বক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে হস্তান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন৷বুধবার থেকে প্রতিদিন অফিস চলাকালে প্রশাসনিক ভবন অবরোধের পাশাপাশি মশাল মিছিলসহ অন্যান্য কর্মসূচি পালন করছেন৷