ndgp4tq4

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মে: বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধে টালমাটাল পরিবহন খাত ঘুরে দাঁড়ানোর মাস ঘুরতে না ঘুরতেই আবার অস্থিরতা ভর করেছে৷ যাত্রীদের জিম্মি করে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট৷ সোহাগ পরিবহনের আটক চালক, হেলপার ও চেকারকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীকাল সোমবার থেকে নড়াইলসহ রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়ে রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন৷সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সোমবার সকাল ৬টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে সিলেট জেলা অটোরিঙ্া শ্রমিক ইউনিয়ন৷ এছাড়া নড়াইলসহ খুলনা বিভাগ ও কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে৷ধর্মঘটের ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে৷ ফলে জেলা শহরের বাসস্ট্যান্ডে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা৷ ধর্মঘট অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন তারা৷ দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা৷

এদিকে রাঙামাটি-খাগড়াছড়ি এলাকায় ৭২ ঘন্টার মধ্যে অংছিলা মারমার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি৷সব মিলিয়ে গোটা পরিবহন সেক্টরের কাছে দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় ৪ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে৷ সংশ্লিষ্ট সূত্রে ও জেলা প্রতিনিধিনের দেয়া তথ্যে এসব খবর পাওয়া গেছে৷

এই পরিবহন ধর্মঘট অযৌক্তিক বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ৷ তার মতে, গত ১৮ মে ফরিদপুরে সোহাগ পরিবহনে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ ও যাত্রীদের অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ এরপরও যাত্রীদের জিম্মি করে ধর্মঘট ডাকা অযৌক্তিক৷ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ চত্বরে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ জানতে চান, বাস ডাকাতির সঙ্গে চালক, চালকের সহকারী বা অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেন নেয়া যাবে না?দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আকবর বলেন, ১৮ মে রাতে ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়৷ পথিমধ্যে ফরিদপুরের মধুখালিতে ডাকাতের কবলে পড়ে৷ ডাকাতি করে ডাকাতরা নেমে যাওয়ার পর চালক আয়নাল হোসেন বাসটি নিয়ে থানায় হাজির হন৷ এসময় তিনি ডাকাতির বিষয়টি উল্লেখ করে মামলা নেয়ার অনুরোধ করেন৷ কিন্তু মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ১৯ মে ফরিদপুরের এসপির নির্দেশে চালককে সকাল পর্যন্ত বসিয়ে রাখেন৷

এরপর চালক আয়নাল, হেলপার অপু ও চেকার রবিউলকে আসামি করে ডাকাতির মামলা করে তাকে আটক করা হয়৷ এ ঘটনার প্রতিবাদে খুলনা ও বরিশাল রুটে পরিবহনের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে৷ কিন্তু তারপরও চালক, হেলপার ও চেকারকে মুক্তি না দেয়ায় ২২ মে থেকে পরিবহনের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮ রুটে ভাড়ায় চালিত সব ধরনের যানবাহান বন্ধ করে দেয়া হয়৷

কিন্তু ২৩ মে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় তারা ধর্মঘট অব্যাহত রাখেন৷ এ দাবি আদায় না হলে তারা মালিক-শ্রমিক মিলে সারাদেশে পরিবহন ধর্মঘট ও বাস ধর্মঘট আহ্বান জানাবেন৷সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রওীয় নেতা সাদেক আহম্মদ বলেন, আমাদের নেতৃবৃন্দ ফরিদপুর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলেন৷ কিন্তু এসপি তাদের সঙ্গে খারাপ ব্যাবহার করেন৷ এজন্য এসপি ও ওসিকে প্রত্যাহারের দাবি করছি৷নড়াইল জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ খান জানান, শ্রমিকদের মুক্তি না দেয়া পর্যন্তু এ ধর্মঘট চলবে৷ শনিবার থেকে ট্রাক-ট্যাংলরিও বন্ধ রয়েছে৷জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বিশ্বাস জানান, নড়াইল জেলার অভ্যন্তরীণ সড়কসহ খুলনা বিভাগের সব সড়কে এ ধর্মঘট চলছে৷এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে শ্রমিকরা বাস ধর্মঘট পালন করছেন৷

আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি৷ এ সময়ের মধ্যে অংছিলা মারমার হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবে তারা৷আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে৷ শনিবার সকাল থেকে কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস, মিনিবাস ছেড়ে যায়নি৷ কুষ্টিয়া ঝিনাইদহ, কুষ্টিয়া-চুয়াডাঙ্গা, কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-মেহেরপুর রুটসহ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷

খুলনা বিভাগে চলমান পরিবহন ধর্মঘটের চতুর্থ দিনে কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ কর্মসূচি দিয়েছে জেলা মোটরশ্রমিক ইউনিয়ন৷ শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট শুরু হয়৷যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেলন হক চৌধুরী বলেন, ‘পুলিশ অনিয়ম করলে বা বাস চালক, হেলপার দোষী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারতো৷ কিন্তু ৪ কোটি মানুষকে জিম্মি করে পরিবহন ধর্মঘট পালন করা কোনো মানুষের কাজ নয়৷ আমরা চাই দ্রুত একটা নিষ্পত্তি হোক৷এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি৷ তাদের অফিস থেকে জানানো হয়, তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের দাবিতে ৩ দিনের জনতার অভিযাত্রা কর্মসূচীর পালনের জন্য সৈয়দপুরে গেছেন৷

বগুড়া: বিভিন্ন দাবিতে সোমবার থেকে উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি৷ পরিবহন শ্রমিক-মালিকদের গাড়ি ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের চালক, সুপারভাইজার ও সহযোগীকে (হেলপার) মারধর করা ঢাকার তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারসহ ফরিদপুর ও কুমিল্লায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ ধর্মঘট পালনের সিদ্ধান্তে অনড় তারা৷

রোববার কেল পৌনে ৫টার দিকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল এই তথ্য নিশ্চিত করেন৷তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের মারপিটের বিষয়ে ১৯ মে প্রধানমন্ত্রীসহ প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন করার পরও এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু বিচার পাওয়া যায়নি৷ অতএব পরিবহন শ্রমিকরা নিরাপত্তাহীনতায় থেকে গাড়ি সড়কে বের করবেন না৷

রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল জানান, গণমাধ্যমে ফলাও করে প্রকাশের পরও সরকার বা প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় তারা ধর্মঘটের সিদ্ধান্ত বহাল রেখেছেন৷ ধর্মঘটের ডাক যৌক্তিক কি-না এ বিষয়ে বলতে না চাইলেও বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বাংলানিউজকে জানান, মোটর ম্রমিকের সঙ্গে পরিবহন মালিকদের সম্পর্ক ঘনিষ্ঠ৷ শ্রমিক নির্যাতনের ঘটনায় বরাবরই পরিবহন মালিকরা নিন্দা জানান৷এর আগে, ২৩ মে (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এই ধর্মঘটের ডাক দেন৷

এদিকে, ধর্মঘট হলে অর্থনীতির গতি থমকে দাঁড়ায় উল্লেখ করে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদ শরীফ মিঠু বলেন, কোনো ব্যবসায়ীর কাছেই ধর্মঘট প্রত্যাশিত নয়৷ সুতরাং নিরপেক্ষতা বোঝানোর জন্য সরকারের উচিত প্রকৃত অপরাধীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা৷

পাইকগাছা (খুলনা) : খুলনা-পাইকগাছা সড়কে ‘গেটলক সার্ভিস’ না থাকায় যাত্রীদের সীমাহীন ভোগানত্মী পোয়াতে হচ্ছে৷ এদিকে ঢাকা-পাইকগাছা রম্নটে ভালোমানের পরিবহন না থাকায় লক্করঝক্কর বিভিন্ন পরিবহনে এত দূরের পথ আসা-যাওয়া করতে যাত্রীদের সীমাহীন ভোগানত্মি পোহাতে হচ্ছে৷ পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির মন্ডলের ভাষ্য, সাধারণত লোকাল বাসে ইচ্ছেমত যাত্রী তোলা হয়৷ আর প্রচন্ড এই গরমে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে-বসে ৬৬ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে হাপিত্যেশ শুরম্ন হয়৷ তিনি বলেন, খুলনা-পাইকগাছা সড়কে প্রতি ঘন্টায় একটা করে গেটলক (যা আগেও ছিল) চালু করা উচিত৷ আর তা’ও যদি না হয় অনত্মত সকালে দু’টি ও দুপুরের পর দু’টি গেটলক সার্ভিস চালু করার জোর দাবি জানান তিনি৷ আর ঢাকা-পাইকগাছা সড়কে সরাসরি ১০/১২টি বিভিন্ন পরিবহন চলাচল করলেও ভালোমানের কোনো গাড়ি নেই বললেও ভুল হবেনা৷ লক্করঝক্কর গাড়িতে করে এত দূরের পথ আসা-যাওয়া করতে বিরাট বিরক্তির ব্যাপার হলেও কারো কিছু করার নেই৷ উপজেলা আওয়ামীলীগ আহবায়ক গাজী মোহাম্মদ আলী বলেন, যেহেতু দূরের পথ তাই দু’একটা ভালোমানের পরিবহন থাকা তো অবশ্যই জরম্নরী৷ পাইকগাছা নাগরিক কমিটি সভাপতি মোসত্মাফা কামাল জাহাঙ্গীরের ভাষ্য, বহু প্রত্যাশিত খুলনা-পাইকগাছা সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলেও অত্র সড়কে গেটলক সার্ভিস ও ভালোমানের ঢাকাগামী পরিবহন না থাকায় যাত্রীদের দুর্ভোগ তেমন একটা লাঘব হয়নি৷ এ প্রসঙ্গে খুলনা বাস মিনিবাস মালিক সমিতির অত্র সড়কের লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, যেহেতু খুলনা জিরোপয়েন্ট থেকে পাইকগাছা জিরোপয়েন্ট পর্যনত্ম সময় বেঁধে দেয়া হয়েছে মাত্র দু’ঘন্টা ২০ মিনিট সেহেতু গেটলক সার্ভিসের প্রয়োজন আছে বলে মনে হয়না৷ তিনি বলেন, গেটলক সার্ভিস চালু করলে কমপক্ষে তিনটি বাসের যাত্রী নিয়ে ঝামেলা হয়৷ তাছাড়া গেটলকের ভাড়া বেশি হওয়ায় ভাড়ার টাকা নিয়েও যাত্রীদের সাথে কন্ডাক্টরের (সুপাভাইজার) ঝঁগড়া-বিবাদ লেগেই থাকে৷ খুলনা-পাইকগাছা সড়কে গেটলক সার্ভিস চালু ও ঢাকা-পাইকগাছা রম্নটে ভালোমানের দু’একটি (চেয়ারকোচ) পরিবহন চালুর ব্যাপারে সংশ্লিষ্ট মালিক সমিতির র্উধর্্বতন নেতৃবৃন্দের হসত্মক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি৷