1432056608_p-10

দৈনিকবার্তা-ঢাকা,২৭ মে: ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বুধবার হাজির করার পর ১৪ দিনের জেলহাজতে পাঠিয়েছে৷স্থানীয় সময় বুধবার বিকাল পৌনে ৩টায় সালাহউদ্দিনকে আদালতে তোলা হয়৷ শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন৷ ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ হেফাজতে থাকা বিএনপির যুগ্ম হমাসচিব সালাহ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের একটি আদালত৷বুধবার বিকেলে শিলং পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে হাজির করলে শুনানির পর এ নির্দেশ দেন আদালত৷শিলং গণমাধ্যম সূত্রে জানা গেছে, আদালতে হাজির করলেও শিলং পুলিশ সালাহ উদ্দিন আহমেদের জন্য রিমান্ড আবেদন করেনি৷ অন্যদিকে সালাহ উদ্দিন আহমেদের পক্ষেও কোনো আইনজীবী ছিলো না৷

পরিস্থিতি বিবেচনায় শিলং আদালত সালাহ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷ তবে লকআপে ঢোকানোর আগে তার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন আদালত৷এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় সালাহ উদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস ( নেগ্রিমস) হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়৷এর আগে সালাহ উদ্দিন আহমেদকে চিকিত্‍সা শেষে নেগ্রিমস হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিত্‍সকরা৷মঙ্গলবারই তাকে থানায় নেয়া হয় ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস এ তথ্য নিশ্চিত করেন৷ওইদিন সন্ধ্যার পর থেকে তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছেন সিটি পুলিশের ৪ জন কর্মকর্তা৷পুলিশ সূত্র জানিয়েছে, তাদের বিশ্বাস সালাহউদ্দিন ভারতে অনুপ্রবেশ করেছেন৷ কেননা, গোটা শিলং জুড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে৷ ফলে কাউকে অপহরণ কওে েেচাখ বাধা অবস্থায় শিলংয়ে ফেলে গেলে তা ধরা পড়ার কথা কিন্তু তেমন কোনো প্রমাণ পায়নি পুলিশ৷

যদিও এই বিএনপি নেতার দাবি, তাকে হাত পা বেঁধে শিলং গলফ মাঠে ফেলে রেখে যায় অপহরণকারীরা৷এদিকে, সালাহউদ্দিন স্বেচ্ছায় ভারতে অনুপ্রবেশ করেছেন- এমনটাই প্রাথমিকভাবে আদালতে পুলিশ উত্থাপন করবে বলে জানা গেছে৷ এর আগে সালাহউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়৷সালাহ উদ্দিন এখন শিলং পুলিশের হেফাজতে রয়েছেন বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানান শিলং পুলিশ৷কিডনি ও হার্টের উন্নত চিকিত্‍সার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ২০মে শিলং সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়৷ প্রায় এক সপ্তাহ চিকিত্‍সা শেষে মঙ্গলবার চিকিত্‍করা তাকে ছাড়পত্র দেন৷ টেলিফোনে দেশ টিভিকে এ বিষয়টি নিশ্চিত করেন মানস দাস৷ভারতের ফরেনার্স অ্যাক্টে সালাহ উদ্দিনের নামে মামলা থাকায় স্থানীয় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে৷ শিলং ইস্ট খাসি হিলস থানার পুলিশ সুপার এম খারক্রাং-ও টেলিফোনে জানিয়েছেন, বুধবার সালাহ উদ্দিনকে আদালতে তোলা হবে৷

এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহ উদ্দিন আহমেদকে আইনের আওতায় আনা হবে৷গত ১২ মে ভারতের ওই রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার হওয়ার পর অন্য দুটি হাসপাতাল ঘুরে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিত্‍সা নিচ্ছিলেন সালাহ উদ্দিন৷মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পর বিএনপির এই যুগ্ম মহাসচিবকে শিলং সদর থানায় নেয় পুলিশ৷এনইআইজিআরআইএইচএমএসের চিকিত্‍সকরা জানান, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তবে কিডনিতে পাথর থাকায় তিনি অনেক ব্যথা অনুভব করছেন৷কিডনির পাথর অপসারণে মঙ্গলবার সালাহ উদ্দিনের অস্ত্রোপচার করার কথা থাকলেও তার স্ত্রী হাসিনা আহমেদ তাতে আপত্তি জানান বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে৷এ পরিস্থিতিতে সালাহ উদ্দিন আহমেদের চিকিত্‍সায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দেখে সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেন৷উল্লেখ গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়৷ আর এ মাসের ১২ মে ভারতের মেঘালয় থেকে তাকে উদ্ধার করা হয়৷ অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে গত ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ৷এর দুই মাস দুই দিন পর গত ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের মিমহ্যানস্ হাসপাতাল থেকে স্ত্রী হাসিনা আহমেদকে ফোন দিয়ে জানান, তিনি বেঁচে আছেন৷এদিন শিলং পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, ১১ মে সকাল বেলা শিলং এর গলফ লিংক এলাকা থেকে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়৷এ সময় তার সঙ্গে ভ্রমণের কাগজপত্র না থাকায় স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়৷ বিধ্বস্ত চেহারা ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তাকে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ্ (মিমহ্যানস) হাসপাতালে ভর্তি করা হয়৷

এর পর দুই দফায় হাসপাতাল পরিবর্তন করে প্রথমে শিলং সিভিল হাসপাতাল ও সর্বশেষ শিলং নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেগ্রিমস) এ ভর্তি করা হয়৷স্বামীর সন্ধান পাওয়ার পাঁচ দিন পর ১৭ মে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেন হাসিনা আহমেদ৷ পরের দিন শিলংয়ে পৌঁছে স্বামীর জামিনের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেন তিনি৷ সর্বশেষ শুক্রবার স্বামীর জামিনের জন্য আদালতে আবেদন করেন হাসিনা আহমেদ৷