tofayel

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মে: ছাত্রলীগকে কেউ কখনো কলঙ্কিত করতে পারেনি মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সুবিধাভোগীরা ছাত্রলীগে অনুপ্রবেশ করে সংগঠনের সুনাম ক্ষুন্ন করতে পারে৷ সেই দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের খেয়াল রাখার পরামর্শ দেন তিনি৷বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন৷ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম৷সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সম্মেলন পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা৷

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে সাবেক এ ছাত্রলীগ সভাপতি বলেন,হরতাল-অবরোধ করে করে তিনি এখন নীরব, নিস্তব্ধ হয়ে গেছেন৷ আন্দোলনের পথ যে এটা নয়, তা উপলব্ধি করেছেন৷এদিকে বক্তব্য দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তোফায়েল আহমেদ৷ বক্তব্যের মাঝে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে বিরক্ত হয়ে তোফায়েল বলেন, তোমরা কি এখানে স্লোগান দিতে এসেছ৷ না বক্তব্য শুনতে এসেছ৷যদি বক্তব্যের মাঝে স্লোগান দিতে থাক তবে আমি বক্তব্য না দিয়ে চলে যাব৷তিনি আরো বলেন,এ রকম ছাত্রলীগতো আমরা দেখি নাই৷ আমরাও তো ছাত্রলীগ করে বড় হয়েছি৷বাণিজ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী শক্তি সম্পন্ন নেতৃত্বে এক সময়ের তলাবিহীন ঝুঁড়ির বাংলাদেশ বর্তমানে বিস্ময়কর অর্থনৈতিক উত্থানের দেশে পরিণত হয়েছে৷

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী সম্পন্ন নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার কন্যা শেখ হাসিনা লক্ষ্য নির্ধারণ করে সাহসিকতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বপ্ন থেকে বাসত্মবতার পথে নিয়ে এসেছেন উলেস্নখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর লক্ষ্য থেকে কেউ বিচু্যত করতে পারবে না৷বিএনপি-জামায়াতের দশম জাতীয় সংসদ নির্বাচন সময়ে এবং গত ৫ জানুয়ারির আন্দোলনের নামে জ্বালাও- পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যার তীব্র সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নাশকতার মাধ্যমে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কাছে বারবার ব্যর্থ হয়েছে৷

তিনি আরো বলেন, মানুষ হত্যা করে আন্দোলনকে কখনো সফল করা যায় না৷বেগম খালেদা জিয়া এখন সে বিষয়টি বুঝতে পেরেছেন৷বিএনপি কখনো ভারত বিরোধিতা করেনি এবং করে না বিএনপির এমন দাবির জবাবে তোফায়েল আহমেদ বলেন, ভারত বিরোধিতার মাধ্যমে বিএনপির জন্ম হয়েছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে৷এ বিষয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকারের সময়ে ভারতের সাথে বিবদমান অধিকাংশ সমস্যার সমাধান হয়েছে৷ তিসত্মার পানির ন্যায্য হিস্যার বিষয়টিও সমাধান হবে৷ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তোফায়েল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস গৌরব ও সংগ্রামের ইতিহাস৷ আজকের এ সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে সে নেতৃত্ব ছাত্রলীগকে আরো গৌরবময় করে তুলবে৷তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়নত্মী এবং ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে৷ এ জন্য ছাত্রলীগকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে৷উল্লেখ্য, ৮ মে কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়৷ কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন আগামী ২৫ ও ২৬ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জুন এবং দক্ষিণের আগামী শনিবার নির্ধারণ করা হয়৷