Khandaker-Mosharraf-Hossain

দৈনিকবার্তা-ঢাকা,২৪ জুন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চলতি বছরের মে পর্যনত্ম বাংলাদেশ থেকে ৯২ লাখ ৪১ হাজার ৩৭৭ জন কমর্ী বিদেশে গেছেন৷তিনি বুধবার সংসদে সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমান এক প্রশ্নের জবাবে আরো বলেন, বিদেশে গমনকারী এসব সদস্যরা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বু্যরো’র (বিএমইটি) ছাড়পত্র গ্রহণ করে বিদেশ গেছেন৷ ২০১৪ সালে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ১৪ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার৷সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানম’র অপর এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, ১৯৯১ সালের মে থেকে চলতি বছর পর্যনত্ম বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৯২ হাজার ৬৫৬ জন নারী কর্মী পাঠানো হয়েছে৷ ২০১৪ সালে বিদেশে ৭৬ হাজার ৬ জন নারী কমর্ী পাঠানো হয়েছে, যা বিদেশে কমর্ী গমনের ১৭ দশমিক ৮৫ শতাংশ৷

তিনি বলেন, বর্তমানে জর্ডান, হংকং, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিশ্বের ৬৭টি দেশে নারী কমর্ী পাঠানো হচ্ছে৷ চলতি বছরের মে পর্যনত্ম বিশ্বের বিভিন্ন দেশে ৪০ হাজার ৩৮৭ জন নারী কমর্ীর বিদেশে কর্মসংস’ান হয়েছে, যা মোট কমর্ী গমনের ২০ দশমিক ৩৪ শতাংশ৷জাসদের সদস্য বেগম শিরীন আখতারের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে বিদেশে গমনকারী কমর্ীর সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ১২৬ জন৷ এর মধ্যে দক্ষ ৩২ শতাংশ, অদক্ষ ১৪ শতাংশ এবং স্বল্প দক্ষ ৫৪ শতাংশ৷