1435494592

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জুন ২০১৫: বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিব) ৫০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে।এ লক্ষে রোববার বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।চুক্তিপত্রে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির পক্ষে সং¯’ার আবাসিক প্রতিনিধি কাজুইকি হিকোচি সই করেন।হিকোচি বলেন, এই ঋণ সহায়তার ফলে বাংলাদেশের রেল সেবার মান্নোয়ন এবং পণ্য ও মানব চলাচলের সুযোগ বৃদ্ধি পাবে। একইসাথে দেশের আভ্যন্তরীণ এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, এই ঋণ সহায়তা আখাউড়া-লাকসাম ডাবল ট্রাক প্রকল্পে ব্যয় করা হবে যা ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম অংশের ৭২ কিলোমিটার রেলপথের উন্নয়ন করবে। ঢাকা-চট্টগ্রাম রেলপথ দক্ষিণ এশিয়া উপআঞ্চলিক অর্থনৈতিক কোআরেশন রেলওয়ে কানেকটিভিটির সাথে সংযুক্ত।