koken-ctg

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২ জুলাই: সান ফ্লাওয়ার তেলের আড়ালে কোকেন আমদানির ঘটনায় গ্রেপ্তার তিনজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷বৃহস্পতিবার মহানগর হাকিম ফরিদুল আলমের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়৷বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বাংলামেইলকে বলেন, কোকেন আমদানির ঘটনায় গ্রেপ্তার তিনজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷ এছাড়া সতর্কতার সহিত তাদেরকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে৷এর আগে গ্রেপ্তার তিনজনকে ১০ দিনের রিমাণ্ডে নেয়ার আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷

গ্রেপ্তার তিনজন হলেন- গার্মেন্ট পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ এবং একটি ডেভেলপার কোম্পানির কর্মকর্তা মোস্তফা কামাল৷ কোকেন আমদানির ঘটনায় জড়িত থাকার তথ্য পেয়ে ৩০ জুন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর তাদের গ্রেপ্তার৷

প্রসঙ্গত গত ৬ জুন রাতে বন্দরে কোকেন সন্দেহে একটি কনটেইনার সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা৷ এরপর ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সান ফ্লাওয়ার তেল পাওয়া যায়৷ তেলের নমুনা প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলে উন্নত ল্যাবে একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া যায়৷এরপর ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক ওসমান গনি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১(খ) ধারায় আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন৷