1434138329

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ০২ জুলাই ২০১৫: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের লক্ষিপুর চর এলাকায় আজ বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নিহত এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ আশরাফুল (৪০)। চাঁপাইনবাবগঞ্জের ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক ও স্থানীয়রা জানায়, সকাল নয়টার দিকে লক্ষিপুর চর এলাকায় পদ্মা নদীতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী বিজিবি সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে আশরাফুলের লাশটি সনাক্ত করে ও শিবগঞ্জ পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ দুপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ধারনা করা হচ্ছে, আশরাফুল বুধবার দিবাগত গভীর রাতে রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যাওয়ার সময় পশ্চিমবঙ্গের ২০ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে আশরাফুল গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং পরে লাশটি পদ্মা নদীতে ভেসে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ভেসে আসে। মরদেহের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের জন্য বলা হয়েছে।