adil-rashid_147115

দৈনিকবার্তা-ঢাকা, ০২ জুলাই ২০১৫: অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে প্রথম এ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আদিল রশিদকে। এছাড়া দলে আর বড় কোন চমক নেই। ১৩ জনের স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আদিল।স্পিনারদের নেতৃত্বে দেখা যেতে পারে অভিজ্ঞ মইন আলিকে। তবে আদিলকে দলে নিলেও দুইজন স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভবনা কম। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো এ্যাডাম লিথ প্রথমবারের মত এ্যাশেজ সিরিজে ডাক পেয়েছেন। এ সম্পর্কে নির্বাচক প্রধান জেমস হুইটিকার বলেছেন, দলে বেশীরভাগ খেলোয়াড়েরই এ্যাশেজে খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। আর সেই অভিজ্ঞতাই ঘরের মাঠে নতুনদেরও সহযোগিতা করবে। দলে বড় কোন চমক নাই। আদিলের অন্তর্ভূক্তির ফলে এ্যালিস্টার এবং ট্রেভর বেলিসের সামনে বোলিংয়ের আরো সুযোগ খুলে গিয়েছে।স্পেনে অনুষ্ঠিত অনুশীলন ক্যাম্পে দলের সাথে ছিলেন না রশীদ। এই স্কোয়াডের সাথে থাকা বাঁহাতি সীমার মার্ক ফোটিট শেষ পর্যন্ত দলে সুযোগ পাননি। পিটার মুরসের কাছ থেকে দায়িত্ব নেবার পরে কোচ ট্রেভর বেলিসের এটাই প্রথম এ্যাসাইনমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ড সম্প্রতী দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় করেছে। আগামী ৮ জুলাই থেকে কার্ডিফে এ্যাশেজের প্রথম ম্যাচটি শুরু হবে।

স্কোয়াড : এ্যালিস্টার কুক (অধিনায়ক),মইন আলি, জেমস এন্ডারসন, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, এ্যাডাম লিথ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, মার্ক উড।