image_67460_0_51462

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ জুলাই: মিথ্যা হিসাব দিয়ে সরকার দেশকে মধ্য আয়ের দেশ দাবি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম৷শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷১০ জুলাইয়ের মধ্যেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এ সমাবেশের আয়োজন করে৷ সেলিম বলেন, দেশ মধ্য আয়ের হলেও মানুষ মধ্য আয়ের নয়৷ আমরা মধ্য আয়ের দেশ নয়, মধ্য আয়ের মানুষ চাই৷

তিনি বলেন, বুধবার আন্তর্জাতিকভাবে একটি ঘোষণা এসেছে, যে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে৷ বলা হচ্ছে-মাথাপিছু আয় বছরে ১ লাখ টাকা৷ কিন্তু দেশের সব মানুষের আয় কি ১ লাখ টাকা? কাজেই একটা মিথ্যা তথ্য দিয়েছে সরকার৷ সেলিম বলেন, প্রকৃত মধ্য আয়ের দেশ হবে তখনই, যখন প্রত্যেক মানুষের আয় হবে অন্তত ১ লাখ টাকা৷ কাজেই যে মধ্য আয়ের দেশ বলা হচ্ছে, এটা মিথ্যাচার ছাড়া কিছুই না৷ আমরা এ মধ্য আয়ের দেশ চাই না, চাই মধ্য আয়ের মানুষ৷

সিপিবি’র এই নেতা বলেন, স্বাধীনতা পর অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের কাছে বলেছিলাম সর্বনিন্ম ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৫৷ অর্থাত্‍ সচিবের বেতন ৪০ হাজার টাকা হলে পিয়নের বেতন হবে ৮ হাজার টাকা৷ আমরা এখনো একই দাবি জানাই৷ কিন্তু প্রত্যেক সরকার ধনীকে আরও ধনী এবং গবীরকে আরও গরীব বানাচ্ছে৷প্রধান দু’দলের সমালোচনা করে তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি ইসলামী জঙ্গীবাদ নামের নতুন এক শক্তি নামিয়ে দিয়েছে৷ আর বিএনপি তো জামায়াতে ইসলামীকে নিজেদের জোটে নিয়েছে৷ অন্যদিকে আওয়ামী লীগও বলছে, যুদ্ধাপরাধী ছাড়া জামায়াতে যারা আছে সবাইকে স্বাগতম৷ কাজেই বড় দলগুলো নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে সব সময় আপোষ করছে৷এ সময় তিনি দ্রুত শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান৷

সমাবেশে সভাপতির বক্তব্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, এবার আগে থেকেই বেতন-বোনাস পরিশোধের দাবি জানানো হচ্ছে৷ কাজেই ব্যাংক বন্ধ, লোন পাওয়া যাচ্ছেনা ইত্যাদি কোনো ধরণের অজুহাত মেনে নেওয়া হবে না৷ আগামী ১০ জুলাইয়ের মধ্যেই শ্রমিকদের বেতন- বোনাস পরিশোধ করতে হবে৷
সমাবেশে অন্যদের মধ্যে বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি নেতা মন্টু ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন৷ সামবেশ শেষে নেতৃবৃন্দ একটি মিছিল বের করেন৷ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হয়৷

এদিকে, ২০ রোজার মধ্যে পূর্ণ উত্‍সব ভাতা সহ প্রাপ্য সকল পাওনা পরিশোধ এবং ছাঁটাই-নির্যাতন-হয়রানি বন্ধের দাবীতে শুক্রবার, সকাল ১১-০০টায় জাতীয় প্রেস ক্লাবের সম্মুখসত্ম সড়কে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়৷ সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপত্বিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, খায়রম্নল কবির, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাস, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ প্রমূখ৷ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর রোজার শুরম্নতে শ্রম মন্ত্রনালয় মালিকদের সাথে বৈঠক করে সকল পোষাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়৷ কিন্তু মালিকরা ঈদের ছুটির পুর্ব মূহুর্ত পর্যনত্ম শ্রমিকদের বোনাস-বেতন পরিশোধ না করে শ্রমিকদের জিম্মি করে৷ ঈদের আগ মুহুর্তে শ্রমিকরা যখন স্বজনদের সাথে মিলিত হওয়ার জন্য উদগ্রিব হয় তখন মালিকরা শ্রমিকদের বোনাস না দিয়ে বকশিশ হিসাবে কিছু টাকা দিয়ে আর আংশিক বেতন দিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করে৷ শ্রমিকদের তখন প্রতিবাদ করার কোন সুযোগ থাকেনা ৷ প্রতিবাদ করলেও উত্‍সবের পূর্বে আইন-শৃঙ্খলার অজুহাতে সরকার মালিকদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেয় না৷
নেতৃবৃন্দ ২০ রোজার মধ্যে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের আহবান জানিয়ে বলেন অন্যথায় উদ্ভুত পরিস্থিতির দায় মালিকদের বহন করতে হবে৷ নেতৃবৃন্দ শ্রমিকদের বেতন-ভাতা প্রাপ্তিকে নিশ্চিত করতে প্রয়োজনিয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান৷

অন্রদিকে, শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা কমিটির উদ্যোগে শাখা, থানা ও জোন নেতৃবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কমিউনিস্ট পার্টি, ঢাকা কমিটির সভাপতি কমরেড আব্দুল কাদেরর সভাপতিত্বে ও তত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান কমরেড হাসীনুর রশীদ রুশোর পরিচালনায় অনুষ্ঠিত হয়৷ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম৷তিনি তাঁর বক্তব্যে বলেন, সম্প্রতি রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায় অধিষ্ঠিত বুর্জোয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট পেশ করেছেন৷ এই বাজেটে স্মরণকালের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য এই দুটি খাতে সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয়েছে৷ উপরন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ৭.৫% ভ্যাট আরোপ করা হয়েছে যা স্পষ্টতই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী৷ বাজেটে লুটপাটের ধারা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে৷ স্থানীয় ও জাতীয় আন্দোলনে সচেতন সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে শোষণ-বৈষম্য অবসানে আরও উদ্যোগী ভূমিকা পালনে শাখা সমূহের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান৷ একই সাথে শ্রমিকের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সমাজতন্ত্রের লক্ষ্যে বৈপ্লবিক গণতান্ত্রিক রূপানত্মরের আন্দোলনকে আরও দুর্বার করতে পরিকল্পিত প্রয়াস চালানোর আহ্বান জানান৷ প্রশিৰণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকম-লীর সদস্য কমরেড আশরাফ হোসেন আশু, মোসলেহ উদ্দিন, মাকসুদা আক্তার লাইলী, জাহিদ হোসেন খান, ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াত্‍, আক্তার হোসেন, হযরত আলী, দীপক দাস৷