Arrest-Doinikbarta

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ জুলাই ২০১৫: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা রাজধানীতে অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে ।এসময় অপহরণকারী চক্রের মূল হোতাসহ ৮ জনকে আটক করা হয়।আটককৃতরা হচ্ছে অপহরণকারী চক্রের মূল হোতা মো: ইমরান হোসেন (২২), নুরুল ইসলাম ওরফে রবিন (২০), মো: আব্দুল্লাহ রাহিম ওরফে সবুজ (২১), মো: জুয়েল মিয়া (২২), মো: গোলাম হোসেন ওরফে রাকিব (২০), তানজিদ সিকদার ওরফে প্রান্ত (২০), মো: বাপ্পি (২০) ও রনি।র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মো: ইমরান হোসেন (১৮) নামে এক যুবক নিজ বাসা থেকে বের হয়ে ফুল গাছ লাগানোর মাটি আনতে গিয়ে বংশালের সাত রওজা এলাকায় হাবিব টাওয়ারের সামনে থেকে অপহৃত হয়। অপহরণকারীরা তাকে বংশাল থানার ৯২ আগাসাদেক রোডে নির্মানাধীন ভবন হাবিব টাওয়ারের অষ্টম তলায় ভবনের ছাদে লিফটের মেশিন রাখার রুমে আটকে রাখে।

এসময় অপহরণকারীরা ইমরানের পিতার মুঠোফোনে তিন কোটি টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন না দিলে তার ছেলেকে মেরে ফেলা হবে বলে জানিয়ে দেয়। এ ঘটনার পর ৩ জুলাই মধ্যরাতে র‌্যাব-১০ লালবাগ ক্যাম্পে এসে মৌখিক অভিযোগ করেন অপহৃতের পরিবারের সদস্যরা। অভিযোগের পরপরই র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে শুক্রবার সকালে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মো: রনিকে কৌশলে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য সদস্যদের আটক করা হয়।পরে নির্মানাধীন হাবিব টাওয়ারের নীচ তলা থেকে অপহৃত মো: ইমরান হোসেনকে উদ্ধার করা হয়।ইমরান নিখোঁজ হওয়ার পর তার চাচা মো: আতিকুর রহমান বংশাল থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন।