34390_113

দৈনিকবার্তা-লালমনিরহাট, ০৫ জুলাই ২০১৫: ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা দুই দেশের ১৬২টি ছিটমহলে যৌথ জনগণনা শুরু হচ্ছে সোমবার৷ চলবে ১৬ জুলাই পর্যন্ত৷ এর আগে ২০১১ সালে যৌথভাবে দুই দেশে সর্বশেষ জনগণনা হয়৷ভারতের ভূখণ্ডে ৫১টি বাংলাদেশি ছিটমহল আর বাংলাদেশের ভূখণ্ডে ১১১টি ভারতীয় ছিটমহল রয়েছে৷ দুই দেশের প্রতিনিধিদের নিয়ে ৭৫টি যৌথ দল এ জনগণনা করবে৷ এর মধ্যে ভারতের ভেতরে থাকা ছিটমহলে গণনা করবে ২৫টি দল৷ আর বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলে গণনা করবে বাকিরা৷ এই জনগণনার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই৷

এতে অংশ নিতে গতকাল শনিবার ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৫৬ জন প্রতিনিধি৷ অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে গেছেন ৩৬ জন প্রতিনিধি৷ এই জনগণনায় ২০১১ সালের পর কত শিশু জন্মেছে আর কতজন মারা গেছে তার তালিকা করা হবে৷ ২০১১ সালের জনগণনা অনুযায়ী, ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলে আছেন ১৪ হাজার ২২১ জন বাংলাদেশি৷

আর বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতের ১১১টি ছিটমহলে আছেন ৩৭ হাজার ৩৬৯ জন ভারতীয়৷ জনগণনার সময় কোনো স্বার্থান্বেষী চক্র যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে৷কোচবিহারের জেলা প্রশাসন থেকে ভারতে বসবাসকারী বাংলাদেশের ছিটমহলবাসীর উদ্দেশে এর আগে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ জুলাই মধ্যরাত থেকে ভারতের ভেতরে থাকা সব বাংলাদেশি ছিটমহল ভারতের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত হবে৷ ২০১১ সালে দুই দেশের জনগণনা অনুযায়ী সব ছিটমহলবাসী এবং সেইসঙ্গে ওই জনগণনার পর যেসব শিশুর জন্ম হয়েছে তারাও ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবে৷ তবে যেসব ছিটমহলবাসী ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যেতে চান না, তাঁদের ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দুই দেশের যৌথ জরিপকালে দুটি ফরম পূরণ করতে হবে৷ এই সময়ের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে যেতে ইচ্ছুক ছিটমহলবাসীদের প্রয়োজনীয় ট্রাভেল পাস ইসু্য করা হবে৷

বাংলাদেশ ও ভারতের ছিটমহলগুলোর নাগরিকত্ব নির্ধারণ এবং হেড কাউন্টিং হালনাগাদে সোমবার থেকে শুরু হচ্ছে যৌথ সমীক্ষা৷উভয়দেশের সমান সংখ্যক সরকারি কর্মচারীর সমন্বয়ে ১০জন সুপারভাইজার এবং ১৫০ জন গণনাকারীর যৌথ সমীক্ষা দল ছিটমহলগুলোর নাগরিকত্ব নির্ধারণে কাজ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরের ১৬২টি ছিটমহলে একই সঙ্গে এ কার্যক্রম শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে৷ ৩১ জুলাই মধ্যরাত থেকে ১১১টি ছিটমহল বাংলাদেশের এবং ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভূক্ত হবে৷সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ভেতরে অবস্থিত ভারতের ১২টি ছিটমহলে নাগরিকত্ব নির্ধারণ ও হেড কাউন্টিং হালনাগাদে যৌথ সমীক্ষা দলে দু’দেশের ৬ জন সুপারভাইজার এবং ২২ জন গণনাকারী নিয়োজিত করা হয়েছে৷

সোমবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলার ভেতরে অবস্থিত দাসিয়ারছড়া ছিটমহলে এ কার্যক্রমের উদ্বোধন করবেন কুড়িগ্রামে সদ্য যোগদানকরা জেলা প্রশাসক খান নুরুল আমিন৷

উভয়দেশের সমান সংখ্যক যৌথ সমীক্ষা দল ছিটমহলগুলোর বাড়ি-বাড়ি গিয়ে জনগণনা চালাবেন৷ ২০১১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত দু’দেশের যৌথ হেড কাউন্টিংয়ে নাম রয়েছে তারা এবং এর পরবর্তীতে জন্মগ্রহণকারী তাদের সন্তানরা বাংলাদেশ কিংবা ভারতের নাগরিক হওয়ার সুযোগ পাবেন৷ সেইসঙ্গে মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে তালিকা হালনাগাদ করা হবে৷কোনো ব্যক্তি বাংলাদেশ কিংবা ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যেতে আগ্রহী হলে তার তথ্য নির্ধারিত ফরমে সংগ্রহ করা হবে৷ এমন ব্যক্তি আগামী ১ আগষ্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে তার ইচ্ছে অনুযায়ী সে দেশে নাগরিকত্ব নিয়ে যেতে পারবেন৷এছাড়া নাগরিকত্ব নির্ধারণ ও হেড কাউন্টিং হালনাগাদ নির্বিঘ্নে করার পাশাপাশি অন্যান্য জটিলতা এড়াতে ২২ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ছিটমহলের জমি ক্রয়-বিক্রয় বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো বিজ্ঞপ্তি আকারে ছিটমহবাসীদের জানানো হয়েছে৷

ভারত ও বাংলাদেশের মধ্যে বিনিময় হতে যাওয়া ছিটমহলে যে কোনো ধরনের ভূমি বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ আগস্ট মাসে ১ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে বলে ভারতীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সেদেশের ডেকান হেরাল্ড পত্রিকা৷তবে ছিটমহল বিনিময় সম্পন্ন হলে জমি বিক্রি করে এই অর্থ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নিজেদের বেছে নেয়া দেশে পাঠাতে পারবেন ছিটমহলবাসীরা৷দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় সামনে রেখে জমি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে কোনো অন্যায় সুবিধা গ্রহণের পথ রুদ্ধ করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি৷ গত ২২ জুন ভারত সরকার এই নিষেধাজ্ঞা জারি করে৷ ভারতীয় সূত্রের বরাত দিয়ে ডেকান হেরাল্ড আরও জানায়, গত ১৬ জুন কলকাতায় ভারত ও বাংলাদেশের জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়৷ যদিও ১ আগস্ট এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা তবে জমি হস্তান্তর বন্ধ থাকবে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত৷ নভেম্বরের ৩০ তারিখই ছিটমহলবাসীদের পছন্দ অনুযায়ী নিজের দেশ বেছে নেয়ার শেষ দিন৷এ ব্যাপারে উভয় দেশের কর্মকর্তারা যৌথভাবে ছিটমহলের জমির রেকর্ড ও বাসিন্দাদের ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে৷