picture-o.kader_73417

দৈনিকবার্তা-গাজীপুর, ০৭ জুলাই ২০১৫: এবার ঈদে রাস্তায় যেখানে জনদুর্ভোগ হবে সেখানে দায়ী প্রকৌশলী ও ঠিকাদারের কপালেও দুর্গতি নেমে আসবে বলে হুঁশিয়ার করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি বলেন, বারবার ঈদের আগে প্রস্তুতি নেওয়া ঠিক নয়৷ বছরের ৯ মাস নাকে তেল দিয়ে ঘুমাব আর তিন মাস আমরা সচেতন হব এটা হয় না৷ সারা বছরই রাস্তা মেরামতের কাজ করতে হবে৷অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার রাস্তার অবস্থা ভালো বলেও দাবি করেন তিনি৷মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থা স্বচক্ষে দেখতে এ এলাকায় যান তিনি৷

ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বরে গাজীপুরের জয়দেবপুর ও টাঙ্গাইলের এলেঙ্গায় চার লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হবে৷ এর মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং কার্যাদেশ দেওয়া হয়েছে৷মন্ত্রী আরও বলেন, ভূমি অধিগ্রহণ ছাড়াও রাস্তার পাশে বসতবাড়ি আর মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা থাকায় নবীনগর-বাইপাইল-উত্তরা সড়কটি চারলেনে উন্নীত করা সম্ভব হচ্ছে না৷সেজন্যই ওই পথের ২২ কিলোমিটার এলাকায় এলিভেটেড এঙ্প্রেসওয়ে নির্মাণ করা হবে৷ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের পর কবে তা উদ্বোধন হবে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় আগামী ৭ দিনের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ফোর লেন এবং বিরুলিয়া সেতু উদ্বোধন করবেন৷ আর দুমাস পর উদ্বোধন করা হবে ময়মনসিংহ মহাসড়কের চার লেন৷

বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ বলেন, ঈদের সময় সড়ক ও মহাসড়কে যে যানজট সৃষ্টি হয় এতে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হয়৷ তিনি বলেন, ঈদে সব সড়ক ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে পরিবেশবাদী ও নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারকে দাবি জানানো হয়েছে৷সড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ ছাড়াও সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, কালিয়াকৈরের পৌর মেয়র মজিবুর রহমান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান ও গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন৷

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ হলে সড়ক বিভাগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি৷মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন৷ওবায়দুল কাদের দাবি করে বরেন, বর্তমানে সড়কের অবস্থা তেমন খারাপ নয়৷ এই অবস্থায় মানুষের দুর্ভোগ হবে না৷ যত্রতত্র পার্কিং ও যানবাহনের চালকরা সচেতন হলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে৷তিনি আরও বলেন, সড়ক চলাচলের উপযোগী হলেও ফিটনেসহীন গাড়ির কারণে মানুষকে যানযটে পড়তে হয়৷ কিন্তু পুলিশকে বারবার বলা সত্বেও ফিটনেসহীন যানবাহন চলাচল বন্ধ করতে পারছে না৷পরিদর্শন কালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক চার লেনে উন্নীত করনের ঘোষণা দেন ওবায়দুল কাদের৷