Naogaon Seftic tank a neme 4 jon nihoto 7.7.1520150707040351

.দৈনিকবার্তা-নওগাঁ, ০৭ জুলাই ২০১৫: মঙ্গলবার সকালে নওগাঁয় টয়লেটের নব নির্মিত সেফটিক ট্যাংকের ভীতর ঢুকে সাটারিং খুলতে গিয়ে বিষক্রিয়ায় আক্রানত্ম হয়ে ৪ জনের মর্মানত্মিক মৃতু্য হয়েছে৷ নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামের তায়েজ উদ্দিন প্রাং এর কলেজ পড়ুয়া ছেলে ইমতিয়াজ আলম (২৪), রঘুনাথপুর গ্রামের রাজমিস্ত্রী রতন (৩৫), বাবু সরদার (৩৫) ও দেলবর আলী৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭ টায় সম্প্রতি নির্মিত তায়েজ উদ্দিনের বাড়ীর টয়লেটের সেফটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য প্রথমে রতন মিস্ত্রী মই বেয়ে সেফটিক ট্যাংকের নীচে নামে৷ কিন্তু বেশ কিছুৰণ পার হলেও তার কোন সারা শব্দ না পেয়ে তাকে সহযোগিতার জন্য একে একে গৃহকর্তার ছেলে ইমতিয়াজ, মিস্ত্রীর হেলপার বাবু ও দেলবর সেফটিক ট্যাংকের নীচে নেমে যায়৷তাদের কারও কোন সারা না পেয়ে বাড়ীর লোকজনের সন্দেহ হয়৷ পরে সেফটিক ট্যাংকটির ঢালাই ছাদ কেটে তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হয়৷ কর্তব্যরত ডাক্তার ইমতিয়াজ, রতন্ত্র ও বাবুকে মৃত ঘোষণা করেন৷ মারাত্মক অসুস্থ্য দেলবরকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃতু্য হয়৷খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশগুলো উদ্ধার করে ময়না তদনত্মের জন্য মর্গে পাঠায়৷ নওগাঁ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷সেফটিক ট্যাংকের ভীতর কার্বন মনোঙ্াইড গ্যাস তৈরী হয়ে সে গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃতু্য হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷ এই ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে আহাজারী চলছে৷ এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

এদিকে, সোমবার দিবাগত রাতে নওগাঁর ধামইরহাটে ট্রাক খাদে পড়ে খাদের কাদায় ডুবে সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মর্মানত্মিক মৃতু্য হয়েছে৷ সে রাজশাহীর মতিহার উপজেলার নওদাপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে৷ এই ঘটনায় আহত হয়েছে সমর আলী (২২), আল আমিন (১৬), রকি (১৮) ও সজীব (১৪) নামে আরো ৪ শ্রমিক৷প্রত্যক্ষদর্শীরা জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপৰের গভীর নলকূপ বসানোর কাজ করা ১৬ জন শ্রমিককে নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৮০৯৮) রাজশাহী থেকে দিনাজপুর যাবার পথে রাত ১০ টায় নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের চামনাপাড়া নামক স্থানে পেঁৗছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়৷ এতে ৪ শ্রমিত আহত হয়৷ তাদেরকে স্থানীয়ভাবে চিকিত্‍সা দেয়া হয়৷ তাদের মধ্যে সাইফুল নিখোঁজ থাকে৷ খোঁজাখুজির এক পর্যায়ে মঙ্গলবার সকাল ৮ টায় খাদের কাদায় ডুবে থাকা অবস্থায় তার লাশ পাওয়া যায়৷খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে৷ ওসি মীর্জা আব্দুস সালাম জানান, এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷