news_img (1)

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ জুলাই ২০১৫: লাঙ্ সাবান কিনে সোনার লকেট জিতে নেয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে ইউনিলিভার কতর্ৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেয়৷

এবার লাঙ্ কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট! শিরোনামে বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কতর্ৃপক্ষের বিরম্নদ্ধে সংশিস্নষ্ট আইন অনুযায়ী কেন ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে৷ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে৷

আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার নিষেধ-এ কথা উল্লেখ করে তা বন্ধের নির্দেশনা চেয়ে আইনজীবী আবদুল মতিন গত রোববার হাইকোর্টে এক রিট আবেদন করেন৷ ইউনিলিভারের ওই বিজ্ঞাপন সম্বলিত একটি দৈনিক পত্রিকা আবেদনের সঙ্গে যুক্ত করে দেয়া হয়৷আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম৷ অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু৷