anisul haque_73435

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ জুলাই ২০১৫: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ঝুঁকিপুর্ণ শিশুশ্রম নিরসনের লৰ্যে সরকারের শিশু শ্রম নিরসন আইন করার পরিকল্পনা রয়েছে৷ মন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকার শিশুর সামাজিক সুরক্ষার জন্য বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করেছে৷ আইনমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাংলাদেশে শিশু অধিকার বিষয়ক টুলকিট : উন্নয়ণ সহযোগিতায় শিশু অধিকারসমুহ সমন্বয়সাধন বিষয়ক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান এইচ ই পিয়েরে মায়াউডোন এবং ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডওর্য়াড বেগবেডে বক্তব্য রাখেন৷আনিসুল হক বলেন, শিশু অধিকার রৰার বর্তমান সরকার সকল প্রকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে৷ শিশু বিষয়ক কার্যক্রমে বিনিয়োগ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে৷ শিশু বাজেট প্রণয়ন করা হয়েছে৷ আর এসব হলো সরকারের শিশু অধিকার রক্ষা ও উন্নয়নের সদিচ্ছার বহিঃপ্রকাশ৷মন্ত্রী বলেন, শিশুর উন্নয়ন শুধুমাত্র শিশুর উন্নয়ন হিসাবে দেখলে হবে না৷ শিশুর উন্নয়নের সাথে দেশের সামগ্রিক উন্নযনের বিষয়টি জড়িত৷ কারণ আজকের শিশু আগামীর নাগরিক৷

child1434078585-700x412

তিনি বলেন, শিশু অধিকার সংরৰণে সামাজিক ও রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে৷ শিশুর উন্নয়নকে মানবাধিকারের উন্নয়ন হিসাবে ভাবতে হবে৷ শিশুদের পাশাপাশি সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিতদের মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে৷ইউরোপীয় ইউনিয়ন প্রধান পিয়েওে মায়াউডোন বলেন, অধিকার ভিত্তিক ও শিশুকেন্দ্রিক পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় সে সম্পর্কে বাসত্মব অনুসরণিকা প্রদান করবে এই টুলকিট৷ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি এডওর্য়াড বেগবেডে বলেন, উন্নয়নের কেন্দ্রবিন্দু হচ্ছে শিশুরা৷ আজকের শিশুদের উপর বিনিয়োগের দীর্ঘমেয়াদি ফলাফল শুধুমাত্র শিশুদের এবং তাদের পরিবারের জন্যেই নয়, সমগ্র সমাজের জন্যেই মঙ্গল বয়ে আনবে৷