doinikbarta-panalty

দৈনিকবার্তা-রাজশাহী, ১০ জুলাই ২০১৫: রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে তিন ফ্যাক্টরীসহ ছয় প্রতিষ্ঠানকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত৷ মহানগরীর বিভিন্ন স্থানে রাজশাহী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন ও শারমিন আরা’র নেতৃত্বে বিএসটিআই রাজশাহীর ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ ও র্যাব-৫ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে৷

জানা গেছে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে শাহী লাচ্ছা সেমাই ফ্যাক্টরীকে এক লাখ টাকা, আহার ফুড ইন্ডাস্ট্রিজকে ৩০ হাজার টাকা, ইউসুফ ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা, চানাপুর উত্‍পাদনের লাইসেন্স গ্রহণ না করার ইউসুফ ফুড প্রোডাক্টসকে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ এছাড়া তৃপ্তি বেকারীকে ২০ হাজার ও রাজশাহীর ফুড ভিউকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ এ সময় লাচ্ছা সেমাই ও চানাচুর তৈরীর উপকরণ ধ্বংস করা হয়েছে৷ এছাড়া বগুড়া সদর উপজেলায় দুইটি লাচ্ছা সেমাই কারখানাকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের রাজশাহী আঞ্চলিক অফিসের পরিচালক এবিএম মর্ত্তজা হোসেন শাহ্ বলেন, জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে৷