unnamed

দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুলাই ২০১৫: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সৈয়দ আশরাফের মতো এবার গোটা জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অব্যাহতি চায়। তিনি বলেন, শুধু আশরাফুলকে বাদ দিলে হবে না, বাংলাদেশের মানুষ সরকারের অব্যাহতি চায়।শুক্রবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘ঈদের পূর্বেই জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেনশাহ মোয়াজ্জেম হোসেন বলেন, এ সরকার নির্বাচিত সরকার নয়।অনির্বাচিত এই সরকার অবৈধ। অবৈধ সরকার থেকে কেন আশরাফুল ইসলামকে সরিয়ে দেয়া হলো তা জাতি জানতে চায়।তিনি বলেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে পোকা-খাওয়া মন্ত্রী নন, এই সরকারের মন্ত্রিপরিষদ দুর্নীতিগ্রস্ত। কামরুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সকল মন্ত্রী আজ দুর্নীতিবাজ। অথচ এই পোকা-খাওয়া মন্ত্রীর মন্ত্রিত্ব রেখে একজন ভালো ব্যক্তিকে শেখ হাসিনা মন্ত্রী থেকে বাদ দিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে- প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগও এক সময় বিরোধী দলে আসতে পারে। তাই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই ট্রাইব্যুনালেই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাদের বিচার করা হবে।শাহ মোয়াজ্জেম বলেন, সৈয়দ আশরাফকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও গম কেলেঙ্কারিসহ অন্যান্য দুর্নীতির দায়ে প্রশ্নবিদ্ধ মন্ত্রীদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের মানুষ এখন চায় সৈয়দ আশরাফের মতো আওয়ামী লীগও ক্ষমতা থেকে সরে আসুক।প্রধানমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে একটি ছবি দেখিয়ে বলেছেন, বিএনপি নেতারা ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে। গণমাধ্যমে প্রকাশ করা হলে ওই ছবিতে একজন বিএনপি নেতাকেও খুঁজে পাওয়া যাবে না।আয়োজক সংগঠনের সভাপতি শাহাজাদা সৈয়দ মোহাম্মদ ওমরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী সদস্য এইচ এম সাইফ আলী খান প্রমুখ।