download

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জুলাই ২০১৫: ফেসবুকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা ও উত্তরপত্রে জালিয়াতির জন্য টাকা নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷আটকরা হলেন- রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউন, রাহুল মিয়া, রায়হান মিয়া, আরেফিন রাবি্ব, অভি আব্দুল্লাহ এবং গোলাম মোস্তফা মডেল কলেজের পরিচালনা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল মজিদ৷বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম৷তিনি বলেন, রাজধানীর ডেমরা থানা এলাকায় ক্রাইম টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে বুধবার আটক করা হয় অভিযুক্তদের৷ তাদের বিরুদ্ধে ফেসবুকে এ বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা ও উত্তরপত্র েম্পোরিং করার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে৷

তিনি আরও বলেন, এ ধরনের কাজের সঙ্গে ওই কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষকের যোগসাজশ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ আটকদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি কম্পিউটার সিপিইউ, একটি লেনোভো ট্যাব, একটি লেনোভো ল্যাপটপ, ৯ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, পরীক্ষার উত্তরপত্র, ফেসবুক অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাকাউন্টের হিসাব রাখার খাতা উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা৷