Eid Jaamat-enews

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জুলাই ২০১৫  : ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থাপনায় সব প্রস্তুতি সম্পন্ন। অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘেœ ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদের নামাজের সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে।বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।চাঁদ দেখা সাপেক্ষে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত উদযাপিত হবে।তার আগে প্রধান ঈদ জামাতের সময়সূচি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় ঈদের জামাতগুলো হবে।সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি ঈদ জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল মেইন গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হল লনে একই সময়ে অপর দুটি জামাত অনুষ্ঠিত হবে। বংশাল পঞ্চায়েত কমিটির উদ্যোগে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঈদ জামাত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের এ জামাত অনুষ্ঠিত হবে।সকাল ৭টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এ নামাজে ইমামতি করবেন। একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় জামে মসজিদে।

সকাল সাড়ে ৭টায় যেসব জামাত : বেরাইদ কেন্দ্রীয় ঈদগাহ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, একই সময়ে মিরপুর-১১ নম্বর মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সের প্রথম জামাত এবং দক্ষিণ মুগদাপাড়া ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।সকাল ৮টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। একই সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে, নিউমার্কেট এলিফেন্ট রোডের এরোপ্লেন মসজিদ, আরামবাগ দেওয়ানবাগ বাবে রহমতের ঈদুল ফিতরের প্রথম জামাত, মানিক নগর পুকুরপাড় জামে মসজিদ, সায়েদাবাদ আরজুশাহ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ, গেন্ডারিয়া ধুপখোলা মাঠ, বাসাবো খেলার মাঠ, পল্লবী ডি-ব্লক ঈদগাহ মাঠ, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠ, বেরাইদ নতুন ঈদগাহ, বংশাল বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় যেসব জামাত : পুরান ঢাকা লক্ষ্মীবাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। একই সময় খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দান, মীরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর ১১ নম্বর মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সের দ্বিতীয় জামাত, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বসুগাঁও মীরবাড়ি ঈদগাহ ময়দান, দক্ষিণ মুগদাপাড়া ব্যাংক কলোনি রসুলবাগ জামে মসজিদের দ্বিতীয় জামাত, নারায়ণগঞ্জ পূর্বগ্রাম ঈদগাহ মাঠ, সরকারি মাদরাসা-ই-আলিয়া মাঠ, ঢাকা রেলওয়ে স্টেশন প্লাটফরম, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে।সকাল ৯টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান।সকাল সাড়ে ৯টায় যেসব জামাত : দেওয়ানবাগ বাবে রহমতে ঈদুল ফিতরের নামাজের দ্বিতীয় জামাত, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।সকাল ১০টায় যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাশেমী। এছাড়া দেওয়ানবাগ বাবে রহমতে ঈদুল ফিতরের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।সকাল ১০টার পর যেসব জামাত : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে এবার চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।পাশাপাশি নগরীর শাহী আন্দরকিল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।জমিয়তুল ফালাহ জামে মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া নয়টায়। এতে ইমামতি করবেন মাওলানা আহমুদুল হক।বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। লালদীঘি জামে সমজিদে সকাল সাড়ে ৮টায় এবং জালালবাদ আরেফিন নগর সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে সকাল সোয়া ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

এর পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে মোট ১৫৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।রাজশাহী: রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া খারাপ হলে একই সময় প্রধান জামাত হবে হয়রত শাহ মখদুম (র.) দরগা মসজিদে।জামাতে ইমামতি করবেন জামিয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শাহাদৎ আলী।সকাল সাড়ে ৮টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে এবং নগরীর সাহেববাজার বড় রাস্তায় ঈদের জামাত হবে। বৃষ্টি হলে একই সময়ে টিকাপাড়া মসজিদ ও সাহেববাজার কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত হবে।এছাড়াও বিভাগীয় স্টেডিয়ামে ( তেরখাদিয়া) এবং সিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮ টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট: সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতের ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল করিম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এখানে নামাজ আদায় করবেন।হজরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।টিলাগড় শাহ মাদানী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় । কুশিঘাটস্থ গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এ ছাড়া নগরীর অন্তত শতাধিক ঈদগাহ ময়দান এবং বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রংপুর: রংপুর জেলা প্রশাসন জানিয়েছে, জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় প্রথম এবং ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।এ ছাড়া সকাল সাড়ে নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ তালতলা জামে মসজিদ ঈদগাহ মাঠ, শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল: বরিশালে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা শরফুদ্দিন আহম্মেদ বেগ ঈদের জামাতে ইমামতি করবেন।এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নামাজ পড়বেন।তবে বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে।পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা দরবার শরিফে বৃহত্তর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।ঝালকাঠী কায়েদ সাহেব হুজুরের দারবার শরীফে সকাল সাড়ে ৮ টায় এবং পটুয়াখালীর মীর্জাগঞ্জের ইয়াজ উদ্দিন খলিফার দরবার শরীফে সকাল ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।বরিশাল নগরীর একাধিক স্থানে ২টি করে জামাত অনুষ্ঠিত হবে।এর মধ্যে জামে কশাই মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, এবায়েদুল্লাহ জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে।এছাড়া সকাল ৮টায় কালিজীরা কেন্দ্রীয় জামে মসজিদ এবং সোয়া ৮টায় কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পোর্ট রোড জামে মসজিদ, নথুল্লাবাদ মাদ্রাসা মসজিদ, সাগরদী বাজার জামে মসজিদ, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, ওয়াবদা জামে মসজিদ ও পাওয়ার হাউজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বরিশাল ল’কলেজ জামে মসজিদ, ব্রাউন্ড কম্পাউন্ড জামে মসজিদ ও গুটিয়া বায়তুল আমান জামে মসজিদে।এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড সহ বরিশালের বিভিন্ন স্থানে ছোট বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা: খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। দ্বিতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।আবহাওয়া প্রতিকূল হলে টাউন জামে মসজিদে সকাল ৮টায়, সকাল ৯টায় এবং সকাল ১০টায় পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়, খালিশপুর ঈদগাহ ময়দানে সকাল সোয়া আটটায় এবং নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ, বায়তুন নূর জামে মসজিদ, খুলনা আলীয়া মাদ্রাসা জামে মসজিদসহ অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে সংশি¬¬ষ্ট কর্তৃপক্ষ সময় নির্ধারণ সাপেক্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।