29-07-15-PM_Fish Week-8

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ জুলাই ২০১৫: সুন্দরবনের খাল দখল করে কোনো প্রভাবশালী মহল যেন মাছ চাষ করতে না পারে সে জন্য কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘জাতীয় মত্‍স্য সপ্তাহ-২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন৷জাতীয় রপ্তানির ক্ষেত্রে মাছকে আরো বেশি প্রাধান্য দেয়ার কথা বলেন শেখ হাসিনা৷উদ্বোধনী ভাষণে মত্‍স্যজীবী, মত্‍স্যচাষীর কল্যাণে নেয়া তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ৬ বছরে মত্‍স্যজীবী, মত্‍স্যচাষীদের আয় ৩০% বেড়েছে৷ কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বিদেশে মাছ রপ্তানির বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে৷মত্‍স্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবনের খালগুলোর গুরুত্ব তুলে ধরে প্রভাবশালীরা যেন এসব খাল দখল করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে৷পরে দুপুরে জাতীয় মত্‍স্য সপ্তাহ উপলক্ষ্যে গণভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷২৮ জুলাই থেকে ৩ আগস্ট মোট সাত দিন জাতীয় মত্‍স্য সপ্তাহ পালন করা হবে৷ অনৈতিক ভাবে মাছ চাষ ও ঘের করতে সুন্দরবনের খাল দখলের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷তিনি বলেন, সেখানে কারা আছে? এত প্রভাবশালী কে? তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ তাদের এসব করতে দেয়া যাবে না৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুন্দরবনের কিছু কিছু খাল খুব গুরুত্বপূর্ণ, সেখানে অনৈতিক ভাবে মত্‍স্য চাষ করা হয়৷ এটা আমাদের নদীর জন্য ক্ষতিকর, এতে খালগুলো ভরাট হয়ে যায়৷ এটা সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করছে৷ কাজেই এ বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দেয়া দরকার৷সুন্দরবনের খাল দখলের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেখানে একটা খাল প্রায় বন্ধই হয়ে গিয়েছিলো৷ ঘষিয়ারখালি খাল৷ সেটা আমরা ড্রেজিং করছি৷ কিন্তু ঐ খালের সংযোগ যেসব শাখা খাল আছে, সেখানে প্রভাবশালী যারা তারা সেটা দখল করে মাছ চাষ করে, ঘের করে৷ এটা কিন্তু করতে দেয়া যাবে না৷ পানির ধারাটা যাতে কোন ভাবে ব্যাহত না সেদিকে দৃষ্টি দিতে হবে৷অনুষ্ঠানে উপস্থিত মত্‍স ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, যত কঠোর পদক্ষেপ হোক নিতে হবে৷ খুলনার মানুষ আছে এখানে, আমাদের প্রতিমন্ত্রী৷ আপনি নিজে সেখানে গিয়ে দেখে আসবেন৷ সেখানে কারা আছে? এত প্রভাবশালী কে?এ সময় প্রধানমন্ত্রী সুন্দরবনের আশেপাশে জীব বৈচিত্র্য রক্ষায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন৷নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে সকল নদীতে ক্যাপিটাল ড্রেজিং করা হবে বলে জানান তিনি৷

শেখ হাসিনা বলেন, ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে সকল নদীর নাব্যতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে৷ ইতিমধ্যে আমরা অনেকগুলো নদী আমরা ড্রেজিং করেছি৷ গড়াই ও মধুমতি নদী ড্রেজিং করেছি৷ যমুনা নদীও আংশিক ড্রেজিং হয়েছে এটা যেন অব্যাহত থাকে৷ এভাবে পর্যায়ক্রমে প্রতিটি নদীতে প্রথমে ক্যাপিটাল ড্রেজিং, এরপর প্রতিবছর মেইনটেন্স ড্রেজিং করতে হবে৷ এটা একান্ত ভাবে প্রয়োজন৷এ বিষয়ে তিনি আরো বলেন, নৌপথগুলোর নাব্যতা রক্ষার জন্য যেমন ড্রেজিং করা হচ্ছে, পাশাপাশি মত্‍স্য সম্পদের জন্যও এটা গুরুত্বপূর্ণ৷ যদি আমরা সঠিক ভাবে করতে পারি একদিকে যেমন লবণাক্ততার হাত থেকে দেশ রক্ষা পাবে অন্যদিকে নদীর নাব্যতা বাড়বে৷ আমরা নৌপথ গুলো ব্যবহার করতে পারবো সেই সাথে আমরা আমাদের মত্‍স্য সম্পদ আরো বৃদ্ধি করতে পারবো৷

মাছে ভাতে বাঙালি’র চিরায়ত পরিচয়কে সমুন্নত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে মত্‍স্যখাতের প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী৷মত্‍স্যখাতে নেয়া বিভিন্ন পদক্ষেপের সফলতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের (মত্‍স্য খাত সংশ্লিষ্ট) আন্তরিক কর্ম প্রচেষ্টায় আমরা সফলতার সাথে উত্‍পাদন লক্ষ্যমাত্রা অর্জন করে যাচ্ছি৷ এজন্য দেশের সকল মত্‍সজীবী ও মত্‍স্য খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই৷ আজ প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকা মত্‍স্য সম্পদের সাথে সম্পর্কিত৷ ১৩ লাখেরও বেশি মানুষের সার্বক্ষণিক পেশা মত্‍স্য আহরণ৷ জিডিপিতে মত্‍স্যসম্পদের অবদান ৪ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে প্রায় ২২.৬০ শতাংশ৷ প্রাণিজ আমিষের ৬০ ভাগ যোগান দেয় দেশের মত্‍স্য খাত৷প্রধানমন্ত্রী মত্‍স প্রক্রিয়াজাত করার দিকে সংশ্লিষ্ট সবাইকে আরো মনোযোগ দেয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রক্রিয়াজাত করণে উন্নত হতে পারলে আমাদের মত্‍স্য রপ্তানি বাড়বে, পাশাপাশি দেশেও বাজার বাড়বে৷সারা বিশ্বে মত্‍স রপ্তানির বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সারা বিশ্ব এখন মাছকে সবচেয়ে বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে গ্রহণ করছে৷এটা আমাদের জন্য বিশাল সুযোগ৷ আমাদের শুধু উদ্যোগের প্রয়োজন৷ জলাধারগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ও সঠিক ভাবে মত্‍স্য প্রক্রিয়াজাত করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে আমরা প্রচুর মাছ রপ্তানি করতে পারবো৷চিংড়ি রপ্তানিতে অসাধু উপায় অবলম্বন না করার নির্দেশ দিয়ে তিনি ব্যবসায়ীদের বলেন, অসাধু উপায় অবলম্বন শাস্তিযোগ্য অপরাধ৷ তাছাড়া এতে আমাদের রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হবে৷

মিঠা পানিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি গভীর সমুদ্র থেকে মত্‍স্য সম্পদ সংগ্রহের উদ্যোগ নিতে বলেন প্রধানমন্ত্রী৷পাশাপাশি জাটকা, ডিমওয়ালা ইলিশসহ সকল প্রকার পোনা মাছ ও ডিমওয়ালা মাছ সংগ্রহ থেকে বিরত থাকার নির্দেশ দেন জেলেদের৷এক্ষেত্রে সবাইকে নিয়ম মেনে চলার কথা বলেন প্রধানমন্ত্রী৷অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মত্‍স্য পুরস্কার প্রদান করেন৷ যার মধ্যে ৩টি স্বর্ণ পদক ও ১৭টি রৌপ্য পদক রয়েছে৷

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন৷ জাতীয় মত্‍স্য সপ্তাহ-২০১৫ উপলক্ষে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মত্‍স্য পুরস্কার দেওয়া হয়েছে৷ এর মধ্যে ৩টি স্বর্ণপদক ও ১৭টি রৌপ্যপদক রয়েছে৷প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় মত্‍স্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন৷মত্‍স্য ও মত্‍স্যজাতপণ্য রফতানিকরণে বাগেরহাট সিফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাগদা চিংড়ির গুণগতমানের পি.এল উত্‍পাদনে বলাকা হ্যাচারি লিমিটেড, মত্‍স্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য আশরাফ আলী খান ডবুরি এ বছর স্বর্ণ পদক পেয়েছেন৷

এছাড়া রৌপ্য পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে যশোরের মাতৃ ফিস হ্যাচারি অ্যান্ড ইন্টিগ্রেটেড ফার্ম, মেসার্স আর্দশ মত্‍স্য খামার, আলিনা ফিস ফার্ম, ময়মনসিংহের ভাই ভাই মত্‍স্য প্রজনন কেন্দ্র, বিশ্বাস এগ্রো ফিশারিজ অ্যান্ড হ্যাচারি, সৃষ্টি ফেয়ার মত্‍স্য হ্যাচারি, ঠাকুরগাঁওয়ের সোলেমান আলী, বান্দরবানের আকলিমা এগ্রো ফার্ম, চুয়াডাঙ্গার বিশ্বাস এগ্রো ফার্ম, চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন মাসুম, নাটোরের মেহেদী মত্‍স্য খামার, রাঙ্গামাটির মোহাম্মদ লোকমান, বরিশালের হামিদা খানম, সাতক্ষীরার শফিকুর রহমান চৌধুরী, পঞ্চগড়ের নলকুড়া মনি অভয়াশ্রম সুফলভোগী মত্‍স্যজীবী সমবায় সমিতি, নোয়াখালী জেলা মত্‍স্য কর্মকর্তা বিসকিস তাহমিনা ও দিনাজপুরের ইসাহাক আলী৷মত্‍স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও সচিব শেলীনা আফরোজা৷