Gournadi -03-08-2015 (2)দৈনিকবার্তা-গৌরনদী, ০৩ আগস্ট ২০১৫: বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা-কমলাপুর সড়কে সোমবার সকালে ধানের বীজ রোপন করে এলাকাবাসীর প্রতিবাদ করেছেন এলাকাবাসী৷ জানাগেছে, উপজেলার কমলাপুর-বাঘমারা কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন বাঘমারা, বড়দুলালী ও কমলাপুর গ্রামের ৫ সহস্রাদিক মানুষ যাতায়াত করে৷ এ ছাড়া ওই সড়ক দিয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করছে শতশত শিক্ষার্থীরা৷ শুকনা মৌসুমে চলাচলে অসুবিধা না হলেও বর্ষা এলে বিপাকে পড়েন এলাকাবাসী৷ একারণে পাকা করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করেন৷ কিন্তু দীর্ঘদিনেও সড়কটি পাকা করণের উদ্যোগ নেয়নি কেউ৷ গত কয়েকদিনের প্রবল বর্ষনের কারণে সড়কে কাঁদা-পানি জমে সড়কটি জনসাধারনের চলাচলে অনুপযোগী হয়ে পরে৷ তাই গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে ওই রাস্তাার ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান৷

এ ব্যাপারে বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নিজেও রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় উপজেলা প্রকৌশল দপ্তরকে একাধিকবার অনুরোধ জানিয়েছি কিন্তু তারা কোন উদ্যোগ নিচ্ছেনা ৷