Rajshahi Enargy Drink Duplicate News 7-8-15

দৈনিকবার্তা-রাজশাহী, ০৭ আগস্ট ২০১৫: রাজশাহীতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ভেজাল ড্রিংকসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল রাত ৯টার দিকে কাঁটাখালি হরিয়ান বাজারে মাহমুদ ট্রেডার্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আজ দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আব্দুল করিম (৩৫) পুঠিয়া থানার মাহেন্দ্রা এলাকার ইয়াকুব আলীর ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর মতিহার থানার কাঁটাখালি হরিয়ান বাজারে মাহমুদ ট্রেডার্সের মালিক আব্দুল করিম যৌন উত্তেজক এনার্জি ড্রিংকস বিক্রয়ের জন্য মজুদ করে রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে সেখান থেকে অবৈধ জিনসিন প্লাস ৩৫৯৫, লাহোমিনা ১০৭০ বোতলসহ আব্দুল করিমকে হাতেনাতে গ্রেপ্তার করে। যার অনুমানিক মূল্য দুই লাখ ৮৫ হাজার টাকা।জানা যায়, আব্দুল করিম এসব নিষিদ্ধ ভেজাল যৌন উত্তেজক ড্রিংকস্ দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে। একই অপরাধে গত ১৯ ফেব্রুয়ারিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মতিহার থানার একটি মামলা দায়ের করে।উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে এসব ভেজাল ড্রিংকস্সমূহের প্রতিটিতে যৌন উত্তেজক সিলডেনাফিল সাইট্রেট এবং ক্যাফেইন সমৃদ্ধ পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং বিভিন্ন ধরনের যৌন অপরাধসহ যৌন-হয়রানি, বিকৃত যৌনাচার বিস্তৃতিকরণে সহায়ক ও আসক্তি সৃষ্টিকারী।